প্রতিবেদন : শক্তি হারিয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে ঘূর্ণিঝড় মন্থা। কিন্তু দুর্বল হলেও এই ঘূর্ণিঝড়ের প্রভাবে ঝড়-বৃষ্টি চলতে থাকবে বাংলায়। আলিপুর আবহাওয়া দফতর আগেই জানিয়েছিল জগদ্ধাত্রী পুজোয় বৃষ্টি হবে। সেই পূর্বাভাস মিলিয়ে দিয়ে বৃহস্পতিবার সকাল থেকেই আকাশ কালো করে দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় মুষলধারে বৃষ্টি নামে। সঙ্গে বইতে থাকে ঝড়ো হাওয়া।
আরও পড়ুন-৩৩ শতাংশ পারিশ্রমিক বাড়ল কলাকুশলীদের
মন্থা স্থলভাগের উপর দিয়ে দক্ষিণ ছত্তিশগড়ের দিকে এগিয়ে আরও দুর্বল হলেও, শনিবার পর্যন্ত এই নিম্নচাপের প্রভাবে রাজ্যের বিভিন্ন জেলায় ভারী থেকে অতি-ভারী বৃষ্টিপাত চলবে। কলকাতাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। মেঘলা আকাশের কারণে আপাতত সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কিছুটা কম থাকবে। বৃষ্টি কমে গেলে তাপমাত্রা আবার বাড়বে। রবিবারের পর থেকে দক্ষিণবঙ্গের আবহাওয়া আবার শুকনো হবে। শুধু দক্ষিণবঙ্গ নয় উত্তরবঙ্গে নিম্নচাপের প্রভাবে বৃষ্টিপাত চলবে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং-সহ উত্তরের কয়েকটি জেলায় অতি-ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে। উত্তরে ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে।

