ম্যান ইউ জিতলেও সঙ্গে থাকল অফসাইড বিতর্ক

এফএ কাপের চতুর্থ রাউন্ডে হ্যারি ম্যাগুয়েরের সংযুক্ত সময়ের গোলে লেস্টার সিটিকে ২-১ গোলে হারাল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড।

Must read

ম্যাঞ্চেস্টার, ৮ ফেব্রুয়ারি : এফএ কাপের চতুর্থ রাউন্ডে হ্যারি ম্যাগুয়েরের সংযুক্ত সময়ের গোলে লেস্টার সিটিকে ২-১ গোলে হারাল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। যদিও ম্যাগুয়েরের জয়সূচক গোল নিয়ে বিতর্ক তুঙ্গে। লেস্টার কোচ রুড ভ্যান নিস্তেলরুইয়ের অভিযোগ, গোল করার আগেই অফসাইড ছিলেন ম্যাগুয়ের। বিপক্ষ শিবিরের এই অভিযোগ, কার্যত স্বীকার করে নিয়েছেন ম্যান ইউ কোচ রবেন আমোরিমও।

আরও পড়ুন-চাই কাপ, হারাতে হবে ভারতকেও, হুঙ্কার পাক প্রধানমন্ত্রীর

ওল্ড ট্র্যাফোর্ডে আয়োজিত ম্যাচে ৪২ মিনিটে ববি ডি’কর্ডোভা-রিডের গোলে এগিয়ে গিয়েছিল লেস্টার। যদিও ৬৮ মিনিটে পরিবর্ত হিসাবে মাঠে নামা জোশুয়া জিরকজির গোলে ১-১ করে দেয় ম্যান ইউ। এরপর ৯৩ মিনিটে ব্রুনো ফার্নান্ডেজের ফ্রি-কিক থেকে হেডে জয়সূচক গোলটি করেন ম্যাগুয়ের। তিনি অফসাইড থেকে গোল করলেও, তা লাইন্সম্যানের নজর এড়িয়ে যায়। এফএ কাপের এই পর্যায়ে ভার প্রযুক্তি ব্যবহার করা হয় না। তাই লেস্টারের ফুটবলারদের প্রবল আপত্তি সত্ত্বেও গোলের সিদ্ধান্ত বহাল রাখেন রেফারি।
টিভি রিপ্লেতে ধরা পড়েছে, একা ম্যাগুয়ের নন, গোলের সময় চারজন ম্যান ইউ ফুটবলার অফসাইড ছিলেন! ম্যাচের পর লেস্টার কোচের তোপ, ‘‘আমাদের জোর করে হারিয়ে দেওয়া হল। ওটা পরিষ্কার অফসাইড ছিল। হাড্ডাহাড্ডি লড়াইয়ের ম্যাচে এমন ভুল মেনে নেওয়া যায় না।’’ আমোরিমও বলেছেন, ‘‘ভার প্রযুক্তি থাকলে ম্যাগুয়েরের গোল বাতিল হত। অফসাইড গোলে হার মেনে নেওয়া কঠিন। তবে ম্যাচে জয় প্রাপ্য ছিল।’’

Latest article