জাতীয়

দেশে এমবিবিএসে আসন বাড়লেও ভর্তি হচ্ছেন না পড়ুয়ারা!

প্রতিবেদন: ভারতে গত চার বছরে এমবিবিএস আসনের সংখ্যা উল্লেখযোগ্য হারে বাড়লেও বহু আসন খালি থেকে যাচ্ছে। ২০২০-২১ শিক্ষাবর্ষে যেখানে আসনের সংখ্যা ছিল ৮৩,২৭৫, সেখানে ২০২৪-২৫ সালে তা বেড়ে দাঁড়িয়েছে ১,১৫,৯০০। অর্থাৎ একলাফে ৩৯ শতাংশ বৃদ্ধি। তবে এই পরিসংখ্যানের পিছনে একটি উদ্বেগজনক চিত্রও স্পষ্ট হচ্ছে। প্রতি বছর হাজার হাজার আসন খালি থাকছে, যা শুধু অবকাঠামোগত উন্নয়ন নয়, বরং স্বাস্থ্য-শিক্ষাব্যবস্থার কার্যকারিতাকেও প্রশ্নের মুখে ফেলে। ২০২৪-২৫ শিক্ষাবর্ষেই ২,৮৪৯টি স্নাতক চিকিৎসা আসন খালি পড়ে রয়েছে। সংসদে কেন্দ্রীয় স্বাস্থ্য রাষ্ট্রমন্ত্রী অনুপ্রিয়া প্যাটেল এই তথ্য জানিয়েছেন। সংসদে কেন্দ্রের পেশ করা তথ্যে দেখা যাচ্ছে, ২০২১-২২ সালে ২,০১২ আসন খালি ছিল, ২০২২-২৩ শিক্ষাবর্ষে এমবিবিএস স্তরে ৪,১৪৬ আসন পূরণ হয়নি, ২০২৩-২৪-এ খালি ছিল ২,৯৫৯ এবং সর্বশেষ ২০২৪–২৫ সালে ২,৮৪৯ আসন। এই বৃদ্ধি ও শূন্যতার মধ্যে রাজ্যভিত্তিক একটি পার্থক্যও লক্ষ করা গিয়েছে। উত্তরপ্রদেশ, তামিলনাড়ু, কর্নাটক, মহারাষ্ট্র এবং গুজরাত—এই পাঁচ রাজ্যে ২০২০-২১ ও ২০২৪-২৫ সালে সর্বাধিক এমবিবিএস আসন বেড়েছে। উত্তরপ্রদেশে আসনের সংখ্যা ৭,৪২৮ থেকে বেড়ে ১২,৩২৫-এ পৌঁছেছে। তামিলনাড়ুতে তা ৮,০০০ থেকে বেড়ে হয়েছে ১২,০০০।

আরও পড়ুন-এবার ১০০ শতাংশ শুল্ক বসানোর হুমকি

কর্নাটকে ৯,৩৪৫ থেকে বেড়ে ১২,১৯৪, মহারাষ্ট্রে ৯,০০০ থেকে বেড়ে ১১,৮৪৪ এবং গুজরাতে ৫,৭০০ থেকে বেড়ে হয়েছে ৭,০০০। এই আসন বৃদ্ধির পেছনে অনুন্নত জেলাগুলিতে নতুন মেডিক্যাল কলেজ স্থাপনের জন্য কেন্দ্রীয়ভাবে পৃষ্ঠপোষকতাপ্রাপ্ত একটি প্রকল্পের আওতায় ১৫৭টি নতুন কলেজ অনুমোদন পেয়েছে, যার মধ্যে ১৩১টি ইতিমধ্যেই চালু হয়েছে। এর ফলে ছত্তিশগড়, বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা, অসম, ত্রিপুরা, মণিপুর ও উত্তরাখণ্ডের মতো তুলনামূলকভাবে পিছিয়ে পড়া রাজ্যগুলিতেও আসন সংখ্যা বেড়েছে। ২০২৩ সালে ন্যাশনাল মেডিক্যাল কমিশন (এনএমসি) ‘মিনিমাম স্ট্যান্ডার্ড রিকোয়ারমেন্ট রেগুলেশন’ চালু করে। যার মাধ্যমে নতুন কলেজগুলির পরিকাঠামো, শিক্ষকের সংখ্যা ও ক্লিনিক্যাল সুবিধার মানদণ্ড নির্ধারণ করা হয়েছে। এরপরেও প্রশ্ন থেকে যাচ্ছে—এই বিশাল পরিকাঠামোগত সম্প্রসারণের পরও কেন প্রতি বছর এত সংখ্যক আসন পূরণ হচ্ছে না? কেন্দ্রীয় সরকার চিকিৎসক সংখ্যাবৃদ্ধিকে অগ্রাধিকার দিলেও আসন সংখ্যা বাড়ানোই যথেষ্ট নয়, পড়াশোনার গুণগত মান, ভর্তি প্রক্রিয়ার স্বচ্ছতা, আর্থিক সহায়তা এবং কলেজের পরিকাঠামো উন্নয়নে একযোগে কাজ না হলে লক্ষ্যমাত্রা পূরণ হবে না। একদিকে যদি লক্ষ্য থাকে দেশের প্রত্যন্ত অঞ্চলেও পর্যাপ্ত চিকিৎসক পৌঁছে দেওয়া, তবে অন্যদিকে নিশ্চিত করতে হবে, যাতে একটি আসনও ফাঁকা না থেকে যায়।

Jago Bangla

Recent Posts

আরও একধাপ এগোলেন! ভ্যান্স-রুবিওকে সঙ্গে নিয়ে গ্রিনল্যান্ড দখল ট্রাম্পের

গ্রিনল্যান্ড (Greenland_Donald Trump) দখলে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার একধাপ এগিয়ে মঙ্গলবার ট্রাম্প তাঁর…

2 hours ago

নিজের কেবিনে একাধিক মহিলার সঙ্গে অশ্লীল আচরণ, সাসপেন্ড পুলিশকর্তা

এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…

5 hours ago

রাজ্যে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা

প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…

6 hours ago

সর্বকনিষ্ঠ সভাপতি, নেপথ্যে কোন অঙ্ক?

নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…

6 hours ago

সিআরপিএফ ক্যাম্পে অমানুষিক নির্যাতনের শিকার নাবালিকা, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করল ক্ষুব্ধ তৃণমূল

নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…

6 hours ago

‘তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি’

দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…

6 hours ago