সংবাদদাতা, শিলিগুড়ি : বৃষ্টি না হওয়ায় সাময়িক স্বস্তি মিললেও ভূমিকম্পে জেরবার উত্তরের পার্বত্য এলাকা। গত শুক্রবার বিকেল থেকে তেমনভাবে আর বৃষ্টি না হওয়ায় তিস্তার জল অনেকটাই নেমে এসেছে। ১০ নম্বর জাতীয় সড়কের বিভিন্ন ফাটল মেরামতির কাজও অনেকটা এগিয়েছে। কিন্তু হঠাৎ করেই সিকিমের মঙ্গল এলাকায় ভূমিকম্প হওয়ার কারণে দশ নম্বর জাতীয় সড়কে ফের ধসে যায় রাস্তা। মূলত বৃষ্টি হওয়ার কারণে পাহাড়ের বহু অংশ মাটি নরম হয়ে গিয়েছে। মাটি নরম হয়ে যাওয়ার কারণেই ধস নামছে, ধসে পড়ছে বিভিন্ন রাস্তা।
আরও পড়ুন-বর্ধমান সংশোধনাগারে গেলেন অর্ণব, সোমেই ভর্তি বিশ্ববিদ্যালয়ে
সিকিম সংলগ্ন বাংলা সীমান্তের ধারা এলাকায় দশ নম্বর জাতীয় সড়ক ধসে গিয়েছে ভূমিকম্পের কারণে। পরিস্থিতি ক্রমশ স্বাভাবিকের দিকে যাচ্ছে বৃষ্টি না হওয়ার কারণে। কিন্তু এখনও ধসের কারণে বন্ধ হয়ে রয়েছে পাহাড়ের বহু রাস্তা। শিলিগুড়ি থেকে সিকিম যাওয়ার রাস্তা ১০ নম্বর জাতীয় সড়ক এখনও স্বাভাবিক হয়নি। গরুবাথান হয়ে লাভার লোলেগাঁও হয়ে সিকিম যেতে হচ্ছে শিলিগুড়ি গ্রামের ছোট ছোট গাড়িগুলিকে। কালিম্পং থেকে দার্জিলিংয়ে যাওয়ার রাস্তা কিছুটা স্বাভাবিক পরিস্থিতিতে ফিরলেও প্রশাসন এখনও গাড়ি চলাচলের অনুমতি দেয়নি। তবে ছোট গাড়িগুলি ধীর গতিতে যাতায়াত করছে।