মুম্বই, ২ এপ্রিল : তাঁর নেতৃত্বে পাঁচ-পাঁচবার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। কিন্তু এখন আর তিনি দলের অধিনায়ক নন। গত বছর থেকে মুম্বইকে নেতৃত্ব দিচ্ছেন হার্দিক পান্ডিয়া। কিন্তু ভূমিকা বদলালেও রোহিত শর্মার লক্ষ্যটা কিন্তু একই রয়ে গিয়েছে। সেটা হল দলের সাফল্যে অবদান রাখা।
গত আইপিএল মরশুমটা দুঃস্বপ্নের মতোই কেটেছিল মুম্বইয়ের। এবার পরপর দুটো হার দিয়ে শুরু।
আরও পড়ুন-ওয়াকফ : নেপথ্যে কেন্দ্রের বিভেদকামী ভাবনা, গর্জে উঠলেন কল্যাণ
তবে কেকেআরের বিরুদ্ধে জয় কিছুটা হলেও স্বস্তি ফিরিয়েছে মুম্বই শিবিরে। রোহিত বলছেন, ‘‘ট্রফি জেতা সহজ নয়। আইপিএল জেতার জন্য প্রচুর খাটতে হয়। ১৭টা ম্যাচ জেতার লক্ষ্য থাকে। ছ’মাসে এতগুলো ম্যাচ জেতা সম্ভব। কিন্তু আইপিএল হয় মাত্র দু’মাস। এই টুর্নামেন্টের এটাই সবথেকে বড় চ্যালেঞ্জ। অনেকগুলো বিষয় পক্ষে গেলেই চ্যাম্পিয়ন হওয়া সম্ভব। তবে এবারের দলে অনেক প্রতিভাবান তরুণ রয়েছে। আশা করি, মরশুমটা ভাল কাটবে। চ্যাম্পিয়ন হয়ে মুম্বই ইন্ডিয়ান্সের পুরনো গৌরব ফিরিয়ে আনতে চাই।’’
রোহিত আরও বলেছেন, ‘‘আমি যখন প্রথমবার মুম্বইয়ে যোগ দিয়েছিলাম, তখন পরিস্থিতি অন্যরকম ছিল। এখন অনেক কিছু বদলে গিয়েছে। আমি আগে মিডল অর্ডারে ব্যাট করতাম। এখন ওপেন করি। আগে অধিনায়ক ছিলাম। এখন আর নই। আমার অনেক সতীর্থ যারা আইপিএল জিতেছে, তারা এখন দলের বিভিন্ন কোচের পদে। ভূমিকা বদলে গিয়েছে। কিন্তু চিন্তাধারা একই আছে। আমরা মাঠে নেমে ম্যাচ জিততে চাই। ট্রফি জিততে চাই।’’
গ্রিনল্যান্ড (Greenland_Donald Trump) দখলে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার একধাপ এগিয়ে মঙ্গলবার ট্রাম্প তাঁর…
এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…
প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…
নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…
নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…
দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…