আরও দুই শৃঙ্গ জয়ের লক্ষ্যে এভারেস্টজয়ী পিয়ালি

আরও দুটি আট হাজারি শৃঙ্গ জয়ে বেরোচ্ছেন এভারেস্টজয়ী পিয়ালি বসাক। কৃত্রিম অক্সিজেন ছাড়াই অভিযান শেষ করতে চান তিনি।

Must read

সুমন করাতি, হুগলি: আরও দুটি আট হাজারি শৃঙ্গ জয়ে বেরোচ্ছেন এভারেস্টজয়ী পিয়ালি বসাক। কৃত্রিম অক্সিজেন ছাড়াই অভিযান শেষ করতে চান তিনি। এর আগে ২২ মে ২০২২ সালে এভারেস্ট জয় করেন চন্দননগরের পিয়ালি। দু’বছর আগে মাকালু ও অন্নপূর্ণা জয়ের পর এবার লক্ষ্য চৌ ইউ ও শিশাপাংমা।
চৌ ইউ-এর উচ্চতা ২৭,০০০ ফুট। শিশাপাংমার উচ্চতা ২৬,৩০০ ফুট। এর আগে পিয়ালি আট হাজার মিটার উচ্চতার মানাসুলু, ধৌলাগিরি, লোৎসে, অন্নপূর্ণা, মাকালু, এভারেস্ট শৃঙ্গ জয় করেছেন। এছাড়া আরও সাতটি শৃঙ্গ জয় করেছেন যেগুলো আট হাজার মিটারের কম উচ্চতার। এখনও পর্যন্ত মোট পনেরোটি অভিযান সাফল্যের সঙ্গে শেষ করেছেন পিয়ালি।

আরও পড়ুন-যোগীরাজ্যে প্রকাশ্যে নগ্ন করে পেটানো হল বিধবাকে

আগে একবার চৌ ইউ পর্বতের দক্ষিণ দিক থেকে চেষ্টা করেছিলেন। তুষার ঝড়ের জন্য তা সফল হয়নি। এবার চিনে গিয়ে উত্তর দিক থেকে উঠবেন। আগামী ৭ এপ্রিল অভিযানে বেরোবেন পিয়ালি। সময় লাগবে দু’মাস। পরিবেশ সচেতনতা ও বিশ্বশান্তির বার্তা নিয়ে তাঁর এবারের অভিযান।
এতদিন পর্যন্ত অভিযানের খরচ মূলত ক্রাউড ফান্ডিং করে তুলতে হয়েছে পিয়ালিকে। এবারই প্রথম কর্পোরেট স্পনসর নিয়ে যাচ্ছেন। ব্যাঙ্ক এনডোর্সমেন্ট হিসাবে একটি বেসরকারি ব্যাঙ্ক ২০ লক্ষ টাকা স্পনসর করেছে। দুটো শৃঙ্গে উঠতে চল্লিশ লক্ষ টাকা প্রয়োজন। তার জন্য ক্রাউড ফান্ডিং চলছে। অনেক সংগঠন, সাধারণ মানুষ এগিয়ে এসেছে পিয়ালিকে সাহায্য করতে। পিয়ালির মা স্বপ্না ও বাবা তপন বসাক প্রয়াত হয়েছেন গত এক বছরের মধ্যে। তাঁরা সব সময় পিয়ালিকে উৎসাহ দিয়েছেন। পিয়ালিকে হাত ধরে পাহাড়ে নিয়ে যেতেন তাঁরা। মা-বাবার অনুপস্থিতিতে সব ফাঁকা লাগছে, বলেন পিয়ালি।
তবে তাঁদের জন্যই ফের পর্বতারোহণে বের হতে চান পাহাড় কন্যা পিয়ালি। শেষবার অভিযানে গিয়ে সাক্ষাৎ মৃত্যুমুখ থেকে ফিরতে হয়েছিল। নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে এক মাসেরও বেশি কাঠমান্ডুর হাসপাতালে ভর্তি ছিলেন। এবারের অভিযানও যথেষ্ট কঠিন। তবে ভয় পাচ্ছেন না পিয়ালি।

Latest article