দৃষ্টিহীনদের ফুটবল খেলা দেখে অবাক সবাই

বিষ্ণুপুর মহকুমা ক্রীড়া সংস্থার উদ্যোগে বাঁকুড়া জেলার বিষ্ণুপুর বিএসএসএ স্টেডিয়ামে গতরাতে অনুষ্ঠিত হল এক অভিনব ফুটবল প্রতিযোগিতা

Must read

সংবাদদাতা, বিষ্ণুপুর : বিষ্ণুপুর মহকুমা ক্রীড়া সংস্থার উদ্যোগে বাঁকুড়া জেলার বিষ্ণুপুর বিএসএসএ স্টেডিয়ামে গতরাতে অনুষ্ঠিত হল এক অভিনব ফুটবল প্রতিযোগিতা। কোচবিহার, দার্জিলিং, কলকাতা এবং পূর্ব মেদিনীপুর— এই চারটি জেলার দৃষ্টি প্রতিবন্ধী যুবকদের ফুটবল দল এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। চূড়ান্ত পর্যায়ের খেলা হয় কোচবিহার ও দার্জিলিঙের মধ্যে। নির্ধারিত ১০ মিনিটে গোলশূন্য অবস্থায় দুটি দল থাকায় টাইব্রেকারের মাধ্যমে খেলাটি সম্পন্ন হয়। ১-০ গোলে জয়লাভ করে দার্জিলিং ব্লাইন্ড ফুটবল টিম।

আরও পড়ুন-আবার তৃণমূলে ফিরছেন কংগ্রেসে-যাওয়া মোশারফ

এই খেলায় অভিনব নিয়ম অবলম্বন করেন উদ্যোক্তারা। বলের ভেতরে ঘুঙুর রাখা হয়েছিল যাতে শব্দ শুনে খেলোয়াড়রা বলের অবস্থান বুঝতে পারে। খেলায় প্রতিটি দলে ছিল ছয়জন করে খেলোয়াড়। এক-একজন খেলোয়াড় বিভিন্ন মাত্রায় দৃষ্টি প্রতিবন্ধী হওয়ায় প্রত্যেকের চোখ কাপড় দিয়ে বেঁধে দেওয়া হয়। শুধুমাত্র গোলকিপারের চোখ খোলা ছিল। পাশাপাশি অভিনবভাবে খেলোয়াড়রা নিজেদের অবস্থান বোঝাতে এবং বল রিসিভ করার জন্য ওয়াই কোড ওয়ার্ড ব্যবহার করে।
খেলা শেষে ফাইনালিস্ট দুটি দলকে সুদৃশ্য ট্রফি দেওয়া হয় এবং বিষ্ণুপুর মহকুমা ক্রিয়া সংস্থার থেকে পশ্চিমবঙ্গ ব্লাইন্ড ফুটবল ফেডারেশনকে ৪১ হাজার টাকা দেওয়া হয় এই সমস্ত প্রতিভাবান খেলোয়াড়ের উন্নয়নের কথা চিন্তা করে।

Latest article