সবার আচরণই সংযত হওয়া উচিত : স্পিকার

Must read

প্রতিবেদন : বুধবার বিধানসভার অলিন্দে বিরোধী দলনেতা ও এক তৃণমূল বিধায়ক ব্যক্তিগত ভাবে একটি বিতর্কে জড়িয়ে পড়েন। ২৪ ঘণ্টা পর গোটা ঘটনাকে অনভিপ্রেত বলেই জানালেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার তিনি বলেন, বুধবার বিধানসভার লবিতে যে ঘটনা ঘটেছে তা অনভিপ্রেত বলেই আমি মনে করি। আমি গোটা ঘটনা খতিয়ে দেখেছি। এমন ঘটনা না ঘটলেই ভাল হত। এরপরই বিধায়কদের উদ্দেশ্য করে তিনি বলেন, আপনাদের সবারই একটু সংযত আচরণ করা উচিত। বৃহস্পতিবার প্রশ্নোত্তর পর্বের পর বিষয়টি উল্লেখ করে অধ্যক্ষ বলেন, আমি দুটি অভিযোগ পেয়েছি। মার্শালের সঙ্গেও কথা বলেছি। বিধানসভার ভিতরে উত্তেজনা হতেই পারে, লোকসভা-সহ অন্যান্য বিধানসভাতেও হয়। কিন্তু বাইরে বন্ধুত্বপূর্ণ আচরণ করা উচিত। স্পিকারের অনুরোধ, আপনারা নিরাপত্তার অভাব বোধ করবেন না। ভয় থাকলে এমন কিছু করা উচিত নয়, যাতে বাকিদের ভয় বাড়ে। বিধানসভার অনেক সদস্যই বলছেন, তাঁরা এখানে আসতে ভয় পাচ্ছেন। আমি অনুরোধ করব, এমন কিছু কথা কেউ বলবেন না, যাতে এমন পরিস্থিতি তৈরি হয়।

আরও পড়ুন- গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঢুকে ছাত্রীকে কোপ, আত্মহত্যার চেষ্টা যুবকের

Latest article