স্টেশনের গরিব হকার দোকানিদের উচ্ছেদ নোটিশ, অমানবিক রেল দফতর

এই নিয়ে রীতিমতো চাঞ্চল্য ছাড়িয়েছে ভ্যাবলা রেল স্টেশনের গরিব হকারদের মধ্যে। বসিরহাটের ভ্যাবলা হল একটি জনবহুল স্টেশন।

Must read

সংবাদদাতা, হাসনাবাদ : শিয়ালদহ-হাসনাবাদ শাখার ভ্যাবলা রেল স্টেশনের প্ল্যাটফর্ম ও স্টেশন চত্বরের ছোট দোকানি ও হকারদের উচ্ছেদ (eviction) নোটিশ দিল পূর্ব রেল। স্টেশন থাকা দোকানদারদের ১৭ ফেব্রুয়ারির মধ্যে দোকান খালি করার নির্দেশিকা জারি করেছে পূর্ব রেল। তা না হলে ১৮ তারিখ থেকে রেল এর জন্য কোনও দায়িত্ব নেবে না বলেও উল্লেখ করেছে ওই নোটিশে।

আরও পড়ুন-সাত লাখে বৈদ্যুতিক চুল্লি

এই নিয়ে রীতিমতো চাঞ্চল্য ছাড়িয়েছে ভ্যাবলা রেল স্টেশনের গরিব হকারদের মধ্যে। বসিরহাটের ভ্যাবলা হল একটি জনবহুল স্টেশন। স্টেশনেই কয়েকশো দোকান রয়েছে। সেই দোকানগুলি থেকে জীবন ও জীবিকা চালান বহু দুঃস্থ পরিবারের মানুষ। কারওর দোকানের বয়স ৫০ বছর, আবার কোনও দোকান চলছে প্রায় ২০ বছর ধরে। রেলের এই উচ্ছেদ নোটিশ পেয়ে তাঁরা রীতিমতো আতঙ্কিত। ভ্যাবলা স্টেশনের ব্যবসায়ী রমেশ চট্টোপাধ্যায় বলেন, স্টেশন চত্বরেই আমাদের রুজি রোজগার। আগামী দিনে কী করব বুঝতে পারছি না। সাধারণ মানুষ থেকে নিত্যযাত্রীরা আমাদের পাশে থাকুন। তৃণমূল শ্রমিক ইউনিয়ন হকারদের পাশে দাঁড়িয়েছে। বৃহস্পতিবার স্টেশন চত্বরে প্রতিবাদ মিছিলও করেন তৃণমূল কর্মী-সমর্থকরা।

Latest article