লখিমপুরের গুলি মন্ত্রীপুত্রের বন্দুক থেকেই, প্রমাণ ফরেনসিক রিপোর্টে

Must read

নবনীতা মন্ডল, নয়াদিল্লি: লখিমপুর খেরি হিংসা মামলায় নতুন মোড়। অবশেষে ফরেনসিক রিপোর্টে প্রমাণ হয়ে গেল উত্তরপ্রদেশের লাখিমপুরে কৃষকদের উপর যে বন্দুক থেকে গুলি চালানোর ঘটনা ঘটেছিল তার লাইসেন্স কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর ছেলে আশিস মিশ্রের নামেই ।

আরও পড়ুন-ত্রাণ ও পুনর্বাসন প্যাকেজ

আশিস মিশ্রর বন্দুক থেকেই যে গুলি চলেছিল, সেই চাঞ্চল্যকর ফরেনসিক রিপোর্টই এসেছে রাজ্য পুলিশের হাতে। লখিমপুর খেরিতে গাড়িচাপা দিয়ে কৃষক হত্যার ঘটনা ঘটে গত ৩ অক্টোবর। তারপর থেকেই আঙ্গুল ওঠে কেন্দ্রীয় মন্ত্রীর ছেলের দিকে। তদন্তের পর মন্ত্রীর ছেলে আশিস মিশ্র এবং তার বন্ধু অঙ্কিত দাসকে গ্রেপ্তারও করা হয়। মামলা গড়ায় সুপ্রিম কোর্ট পর্যন্ত।

আরও পড়ুন-৩৫ হাজার কোটি বিনিয়োগের ঘোষণা মুখ্যমন্ত্রীর দেওচা পাঁচামিতে যথাযথ পুনর্বাসন

আর এই নিয়ে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে একাধিকবার ভর্ৎসনা করা হয়েছে যোগী সরকার এবং উত্তরপ্রদেশের পুলিশকে। সুপ্রিম কোর্টের ভর্ৎসনার পরই উত্তরপ্রদেশের পুলিশ প্রশাসন ঘটনার তদন্তে মাঠে নামে বলে অভিযোগ ।শীর্ষ আদালতের কটাক্ষের পরেই কৃষক হত্যার মামলা দায়ের করা হয় কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর ছেলের বিরুদ্ধে।

তারপরই তাকে গ্রেপ্তার করা হয়। যদিও প্রথম থেকেই শীর্ষ আদালত অসন্তোষ প্রকাশ করে এসেছে উত্তরপ্রদেশ সরকারের এবং পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে। সর্বশেষ সরকারি ফরেনসিক রিপোর্ট কৃষকহত্যায় মন্ত্রীপুত্রের যোগাযোগের অভিযোগকেই সিলমোহর দিল।

Latest article