অনুরাধা রায়: অপরাধ করে বা অপরাধে জড়িয়ে তাঁরা এখন সংশোধনাগারে। তাঁদের মধ্যে কেউ একদা মাদকাশক্ত। অনেকেই ভুগছেন ‘উইথ ড্রল সিন্ড্রোম’ (একটি দীর্ঘায়িত অ্যালকোহল প্রত্যাহার সিন্ড্রোম)-এ। মাদক না পেয়ে অসুস্থ হয়ে পড়ছেন এই সমস্ত আবাসিকেরা। শরীরে দানা বাঁধছে নানান রোগ। তাঁদের শারীরিক এবং মানসিকভাবে সুস্থ করতে উদ্যোগ নিচ্ছে কারা দফতর। অন্ধকার জগতের বাসিন্দা করে নয়, তাঁদের আলোর পথযাত্রী করাই লক্ষ্য রাজ্যের। এই বিষয়টি ভেবেই নজিরবিহীন উদ্যোগ নিচ্ছে কারাদফতর।
আরও পড়ুন-ইদ নিয়ে বৈঠক শাসনে
বিশেষ এই কর্মযজ্ঞের নাম দেওয়া হয়েছে বিবর্তন। আজ শুক্রবার দুপুরে প্রেসিডেন্সি সংশোধনাগারে এই প্রকল্পের সূচনা করবেন কারামন্ত্রী অখিল গিরি। থাকবেন এডিজি লক্ষ্মীনারায়ণ মিনা, প্রিন্সিপাল সেক্রেটারি সুরেন্দ্র গুপ্তা প্রমুখ। কারা দফতরের তরফে জানানো হয়েেছ, একদা মাদাকাশক্ত বন্দিদের সুস্থ করে তুলতে বিবর্তনের ভাবনা। বন্দিদের শারিরীকভাবে সুস্থ করতে থাকবে যোগব্যায়াম এবং প্রয়োজনীয় ওষুধ। মানসিকভাবে সুস্থ করতে হবে নিয়মিত সাংস্কৃতিক চর্চা। প্রেসিডেন্সি সংশোধনাগারে এই প্রকল্পের সূচনা হলেও পরবর্তী কালে রাজ্যের প্রত্যেকটি কেন্দ্রীয় সংশোধনাগারে চালু হবে। এর ফলে অন্ধকার জগত থেকে দ্রুত ওই বন্দিরা মূলস্রোতে ফিরবেন বলেই আশা করা যায়।