প্রাক্তন ফুটবলার খালিদা পোপাল
প্রতিবেদন : তালিবানরা যতই শান্তির আশ্বাস দিক না কেন তাদের কথায় যে মানুষের বিশ্বাস নেই তা উঠে এল আফগানিস্তানের মহিলা ফুটবল দলের প্রাক্তন অধিনায়িকার কথায়। প্রাক্তন ফুটবলার খালিদা পোপাল এক সাক্ষাৎকারে টিমের বর্তমান সতীর্থদের পরামর্শ দিয়েছেন, মহিলা ফুটবল খেলোয়াড়রা যেন নিজেদের পরিচয় গোপন রাখেন। একইসঙ্গে ফুটবলার জার্সি-সহ খেলার যাবতীয় জিনিসপত্র পুড়িয়ে ফেলতে এবং খেলোয়াড় হিসাবে তাঁদের সমস্ত ছবি নষ্ট করে ফেলতে অনুরোধ করেছেন খালিদা।
আরও পড়ুন: অশান্ত কাবুল দাপাচ্ছে, তালিবান দেশ ছাড়তে মরিয়া আফগানরা ফেসবুক বার্তা ঘানির
বর্তমানে ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনে থাকেন তিনি। তাঁর কথায়, অতীতে দেখা গিয়েছে তালিবানরা মেয়েদের ধর্ষণ করেছে। পাথর ছুঁড়ে বা গলা কেটে তাদের খুন করেছে। তাই মহিলা ফুটবলারদের দেশের আগামীদিন সচেতন থাকতে হবে। আফগানিস্তানে মহিলা ফুটবল লিগ চালু করার ক্ষেত্রে বিশেষ ভূমিকা ছিল খালিদার। বরাবরই তিনি মহিলাদের স্বাধীনতার পক্ষে কথা বলে এসেছেন।
আরও পড়ুন: তালিবান আতঙ্কেই দুই ভাই ঝুলেছিলেন চাকায়
খালিদা বলেছেন, সবার আগে মানুষের জীবন। তাই আমি মহিলা ফুটবল খেলোয়াড়দের অনুরোধ করব, জীবন বাঁচাতে তাঁরা যেন নিজেদের সব পরিচয় মুছে ফেলেন। প্রয়োজনে জাতীয় দলের জার্সি-সহ খেলার যাবতীয় জিনিসপত্র পুড়িয়ে ফেলেন। নিজেদের প্রাণ বাঁচাতে এছাড়া অন্য পথ নেই। যদিও দেশের হয়ে প্রতিনিধিত্ব করাটা অত্যন্ত গর্বের। খালিদা আরও বলেন, ১৯৯৬-২০০১ পর্যন্ত আমরা তালিবানের শাসন দেখেছি। সেই অভিজ্ঞতা থেকে বলতে পারি, তালিবানরা ইসলামি অনুশাসন মেনেই দেশ চালাবে। তাই তালিবানরা ক্ষমতা দখল করতেই সবচেয়ে আতঙ্কে রয়েছে নারীরা। এই মুহূর্তে তাদের অভিযোগ শোনার বা তাদের পাশে দাঁড়ানোর কেউ নেই। ফিফার এক মুখপাত্র সংবাদ সংস্থা রয়টারকে বলেছেন, আফগানিস্তানের পরিস্থিতিতে তাঁরা উদ্বিগ্ন। তবে, তাঁরা আফগান ফুটবল ফেডারেশনের সঙ্গে যোগাযোগ রাখছেন। সব সহযোগিতা করতে তৈরি।
রাজ্যের কৃষি গবেষণায় বড় সাফল্যের কথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। মঙ্গলবার নিজের…
গ্রিনল্যান্ড (Greenland_Donald Trump) দখলে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার একধাপ এগিয়ে মঙ্গলবার ট্রাম্প তাঁর…
এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…
প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…
নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…
নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…