নয়াদিল্লি : আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কুস্তিগিরদের (Wrestlers Protest) এবার গুলি করার হুমকি দিলেন এক প্রাক্তন আইপিএস অফিসার। ওই প্রাক্তন আইপিএসের অশালীন মন্তব্যে ইতিমধ্যেই দেশ জুড়ে তীব্র বিতর্ক তৈরি হয়েছে। কুস্তিগির বজরং পুনিয়া এবং কেরল পুলিশের প্রাক্তন মহাপরিচালক (ডিজিপি) এনসি আস্থানার সোমবার সোশ্যাল মিডিয়ায় বিতর্কে জড়িয়ে পড়েন। সে সময় পুনিয়াকে সতর্ক করে আস্থানা মন্তব্য করেছেন, প্রয়োজনে পুলিশ প্রতিবাদকারী কুস্তিগিরদের উপর গুলি চালাবে। আস্থানার ট্যুইটের জবাবে পুনিয়া পাল্টা বলেছেন, তিনি বুকে বুলেট নিতে প্রস্তুত।
কেরলের প্রাক্তন ডিজিপি রীতিমতো হিন্দুত্ববাদী নেতাদের ঘনিষ্ঠ। তাই প্রাক্তন ডিজি ট্যুইট করেছেন, হিন্দুদের ন্যায়বিচার নিশ্চিত করার জন্য তিনি সমস্ত ব্যারেলের গুলি চালিয়ে শেষ করতে পারেন। রবিবার নতুন সংসদ ভবন থেকে মাত্র তিন কিলোমিটার দূরে যন্তর মন্তরে কুস্তিগিরদের (Wrestlers Protest) ধর্নাস্থলে পুলিশের অতিসক্রিয়তায় বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়।
রবিবার রাতে প্রাক্তন ডিজি আস্থানা ট্যুইট করেন, প্রয়োজনে গুলি করা হবে। ১২৯ ধারা পুলিশকে গুলি করার অধিকার দিয়েছে। সঠিক সময়ে সেই ইচ্ছাও পূরণ হবে। এই মুহূর্তে কুস্তিগিরদের কেবল টেনে-হিঁচড়ে আবর্জনার বস্তার মতো ফেলে দেওয়া হয়েছে। পোস্টমর্টেম টেবিলে আবার দেখা হবে।
প্রাক্তন আইপিএস-এর বক্তব্যে প্রবল ক্ষুব্ধ পুনিয়া, আস্থানাকে চ্যালেঞ্জ করেছেন৷ পুনিয়া ট্যুইট করেছেন, এক আইপিএস অফিসার আমাদের গুলি করার কথা বলছেন। আমি সামনে দাড়িয়ে আছি। কখন গুলি করতে আসবেন বলুন।
আরও পড়ুন- পুতিনের সঙ্গে বৈঠক, তারপরই অসুস্থ বেলারুশ প্রেসিডেন্ট