স্ত্রী-মেয়েকে খুন করে আত্মঘাতী প্রাক্তন সেনাকর্মী

Must read

প্রতিবেদন : প্রথমে স্ত্রী তারপর মেয়েকে গলা কেটে খুন৷ তার পর নিজে ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী প্রাক্তন সেনাকর্মী৷ নৃশংস এই ঘটনা ঘটেছে দমদম পুরসভা এলাকার ১০ নম্বর ওয়ার্ডে৷ পরে মধ্যমগ্রাম স্টেশনের (Madhyamgram- Murder) কাছে ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হন গৌতম বন্দ্যোপাধ্যায় (৪৮) নামে ওই প্রাক্তন সেনাকর্মী৷ পুলিশ এসে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।
ঠিক কী ঘটেছিল? ঘটনার সূত্রপাত শুক্রবার সকালে। উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রাম স্টেশনের কাছে রেল লাইনের ওপর এক মাঝবয়সি ব্যক্তির দেহ দেখতে পান স্থানীয়রা। দেহ উদ্ধার করে তদন্তে নামে রেলপুলিশ। জানা যায় নাম গৌতম বন্দ্যোপাধ্যায় (৪৮)। তিনি দমদম পুরসভার ১০ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। কিন্তু ফোনে পরিবারের কারও সঙ্গে যোগাযোগ না করতে পেরে গৌতমবাবুর বাড়িতে যান পুলিশকর্মীরা। সেখানে গিয়ে দেখেন ঘরের ভিতর রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে তাঁর স্ত্রী দেবিকা বন্দ্যোপাধ্যায় (৪৪) ও মেয়ে দিশার (১৯) দেহ। দু’জনকেই গলার নলি কেটে খুন করা হয়েছে। প্রাথমিক তদন্তে অনুমান স্ত্রী ও মেয়েকে প্রথমে খুন করে নিজে আত্মঘাতী হয়েছেন ওই প্রাক্তন সেনাকর্মী (Madhyamgram- Murder)।
প্রতিবেশীরা সংবাদমাধ্যমকে জানিয়েছেন, গৌতমবাবু সেনাবাহিনী থেকে অবসর গ্রহণের পর থেকে মানসিক অসুস্থতায় ভুগছিলেন। তাঁর চিকিৎসাও চলছিল। তবে কীভাবে ঘটল এই নৃশংস ঘটনা তার তদন্ত শুরু করেছে পুলিশ।

আরও পড়ুন- শান্তি ফেরেনি মণিপুরে, নতুন করে হিংসার ঘটনায় মৃত ৩

Latest article