প্রতিবেদন : এ বছর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের সুবিধার্থে ভোর ৫টা থেকেই মিলবে সবরকমের পরিবহণ পরিষেবা। শনিবার এমনটাই জানিয়েছেন রাজ্যের পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। মন্ত্রী জানান, রেলকে অনুরোধ করা হয়েছে ওই দিনগুলিতে বাড়তি মেট্রো ও ট্রেন চালানোর জন্য।
চলতি বছরে এগিয়ে আনা হয়েছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের সময়। তাই পরীক্ষার্থীদের নির্বিঘ্নে পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে যাতে কোনও অসুবিধা না হয় তা নিশ্চিত করছে রাজ্য সরকার। পর্যাপ্ত বাস পথে নামানোর পাশে পরীক্ষার দিনগুলিতে যাতে বাড়তি রেল ও মেট্রো পরিষেবা মেলে সে-জন্য রাজ্য সরকার উদ্যোগী হয়েছে।
আরও পড়ুন-দিনের কবিতা
এদিন পরিবহণ দফতরের ময়দান তাঁবুতে মধ্যশিক্ষা পর্ষদ, উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ ও মাদ্রাসা বোর্ডের কর্তাদের সঙ্গে বৈঠক করেন রাজ্যের পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। বৈঠক শেষে মন্ত্রী জানান, প্রত্যেক পরীক্ষার্থী যাতে সঠিক সময়ে পরীক্ষাকেন্দ্রে পৌঁছতে পারে, তার জন্য পুলিশ ও পরিবহণ দফতরের অফিসারদের নির্দিষ্ট নির্দেশ দেওয়া হয়েছে। শুধু অতিরিক্ত সরকারি বাস নয়, অন্যান্য বেসরকারি পরিবহণকেও সকাল থেকে রাস্তায় থাকার জন্যও বলা হয়েছে। পাশাপাশি কুয়াশা কেমন থাকবে, তা এখন থেকে স্পষ্ট করে বলা সম্ভব নয়, তাই সে-দিকটিও মাথায় রাখতে বলা হয়েছে। জল-পরিবহণের ফেরিগুলি যাতে কোনও যান্ত্রিক ত্রুটির কবলে না পড়ে, সেটাও আগেভাগে দেখে নেওয়ার জন্য বলা হয়েছে। এ ছাড়াও গ্যালপিং ট্রেনগুলো যাতে প্রতিটি স্টেশনে দাঁড়ায় সেই আবেদন করা হয়েছে।
আরও পড়ুন-জঙ্গলমহলে মহিলা তৃণমূলের পাড়াবৈঠক
চলতি বছরের মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে আগামী ২ ফেব্রুয়ারি। ওই মাসেরই ১৬ তারিখ থেকে শুরু হয়ে যাচ্ছে উচ্চমাধ্যমিক পরীক্ষা। এবারে এই দুটি পরীক্ষার শুরুর সময়ই এগিয়ে আনা হয়েছে। দুটি পরীক্ষাই শুরু হবে বেলা ১১টা ৪৫ মিনিটের জায়গায় সকাল ৯টা ৪৫ মিনিট থেকে। আর সেই কারণেই অনেক পরীক্ষার্থীর মনে নির্দিষ্ট সময়ের মধ্যে পরীক্ষা কেন্দ্রে পৌঁছানো নিয়ে আশঙ্কা ছড়িয়েছে। তাদের আশ্বস্ত করে রাজ্য সরকার জানিয়েছে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও মাদ্রাসা পরীক্ষার দিন ভোর ৫টা থেকে বাস চালানো হবে। এর পাশাপাশি রাজ্যের তরফে রেলকে চিঠি দিয়ে জানানো হচ্ছে, এই পরীক্ষার দিনগুলিতে পূর্ব, দক্ষিণ-পূর্ব রেল এবং উত্তর-পূর্ব সীমান্ত রেল যেন বাড়তি ট্রেন চালায়।