প্রতিবেদন : বিজেপির দ্বিচারিতার এও এক নমুনা বটে। একইসঙ্গে অপদার্থতারও। বাংলা, বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোর সময়ই পরপর দু’দিন (২৯/৩০ সেপ্টেম্বর) পরীক্ষা ফেলেছে কেন্দ্রীয় সরকার। তাও আবার আইবি সিকিউরিটি রিক্রুটমেন্টের। বুঝুন কাণ্ড! ভরা শারদোৎসবের মাঝে পরীক্ষা। অথচ যাঁর ডিপার্টমেন্ট পরীক্ষা নেবে সেই মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স (স্বরাষ্ট্র দফতর)-এর মন্ত্রী অমিত শাহ, তিনিও নাকি কলকাতায় আসবেন পুজো উদ্বোধনে! একে কী বলবেন? দুর্গাপুজোর (durga puja) মাঝে কেন্দ্রীয় সরকারের পরীক্ষা— এ-কথা শুনেই লোকজন ভিরমি খাচ্ছেন। তাও আবার কলকাতাতে। বিজেপি বাংলাবিরোধী এতদিনে মানুষ জেনে গিয়েছে। তারা মেকি বঙ্গদরদি সেজে বাংলার মসনদ দখল করতেই নানা ছলছুতো খুঁজে বেড়াচ্ছে। যার মধ্যে কেন্দ্রীয় বঞ্চনা, এজেন্সি পলিটিক্স, বাংলায় দুর্গাপুজো করতে দেওয়া হয় না থেকে শুরু করে নানা মিথ্যাচার ও অনাচার-অপপ্রচারের শেষ নেই। কিন্তু অমিত শাহ যেখানে দুর্গাপুজো উদ্বোধনে আসবেন সেই বাংলাতে সেই পুজোর মাঝখানে কেন্দ্রীয় সরকারের চাকরির পরীক্ষা! আর ডিপার্টমেন্ট এই শিডিউল তৈরি করছে অথচ তিনি জানেন না তা তো নয়। আসলে বাংলা ও বাঙালিকে নিয়ে বিজেপির কোনও সেন্টিমেন্ট নেই। পৃথিবীর যে-প্রান্তেই বাঙালি আছে সেখানে দুর্গাপুজো (durga puja) হয় এবং ক’টা দিন সকলে ছুটি কাটান এবং অন্য মেজাজে থাকেন। উৎসবমুখর কলকাতায় গোমড়া মুখে পরীক্ষা দিতে বসবেন আইবি সিকিউরিটির জন্য আবেদন করা প্রার্থীরা। ভরা পুজোর বাজারে তাঁরা সময়ে পরীক্ষাকেন্দ্রে পৌঁছতে পারবেন কি না, ওঁদের বাড়ির লোক কী অবস্থায় থাকবেন তাঁরা কলকাতায় কীভাবে পৌঁছবেন, বিভিন্ন জেলার ছেলেমেয়েরা পরীক্ষা দিতে আসবেন, তাঁরা কীভাবে আসবেন পুজোর মরশুমে, এসব কে ভাবে! ভাববার লোকই বা কোথায়? তাই ভরা শারদোৎসবের মাঝে একদল পরীক্ষার্থী যাবেন পরীক্ষা দিতে।
আরও পড়ুন-চাপের ম্যাচ জিতে অপরাজিত ভারত
প্রতিবেদন: ১৩,৪২১ শূন্যপদের জন্য দ্বিতীয় দফার ইন্টারভিউর দিন ঘোষণা করল প্রাথমিক শিক্ষা পর্ষদ (West Bengal…
রাজ্য সরকারের ডিজিটাল পরিষেবা উদ্যোগ আরও একবার জাতীয় স্বীকৃতি পেল। পশ্চিমবঙ্গ সরকারের ‘অনুমোদন’ (Anumodan) নামে…
রাজ্যের কৃষি গবেষণায় বড় সাফল্যের কথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। মঙ্গলবার নিজের…
গ্রিনল্যান্ড (Greenland_Donald Trump) দখলে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার একধাপ এগিয়ে মঙ্গলবার ট্রাম্প তাঁর…
এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…
প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…