সংবাদদাতা, কানাইপুর : মাধ্যমিক পরীক্ষা চলছে। পরীক্ষার্থীদের অসুবিধে হতে পারে বলে, খোলা জায়গায় মাইক বাজানো, স্লোগান-চিৎকার নিষিদ্ধ। সরকারি নিষেধাজ্ঞা ও পুলিশের বারণ উপেক্ষা করে বক্স বাজিয়ে বিজেপি দলীয় কর্মসূচি পালন করল বলে অভিযোগ। দুয়ারে সরকারের জনপ্রিয়তা দেখে জনবিচ্ছিন্ন বিজেপি হঠাৎ ‘পাড়ায় সুকান্ত’ কর্মসূচি শুরু করেছে। আর তা করেছে মাধ্যমিক পরীক্ষা চলাকালীন। যা নিয়ে প্রবল সমালোচনা শুরু হয়েছে। বিজেপির এই দলীয় কর্মসূচিকে দায়িত্বজ্ঞানহীন বলে উল্লেখ করে, পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী বলেন, প্রশাসনের এই ব্যাপারে আরও সতর্ক হওয়া উচিত, যাতে প্রকাশ্যে মাইক বাজিয়ে অনুষ্ঠানের অনুমতি না দেওয়া হয়। এই অভিযোগের উত্তরে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের সাফাই, ছোট বক্স বাজানো হয়েছে, মাইক ব্যবহার হয়নি।
আরও পড়ুন-সুপ্রিমে মুখ পুড়ল শুভেন্দুর
কানাইপুর শ্রীগুরু হাইস্কুল সংলগ্ন এলাকায় শ্রীরামপুর সাংগঠনিক জেলার উদ্যোগে ‘পাড়ায় সুকান্ত’ কর্মসূচি হয়। সুকান্ত তাতে একটি মঞ্চে বসে এলাকাবাসীর সঙ্গে জনসংযোগ করেন। বিজেপি সভাপতি নিজে মাইক্রোফোন নিয়ে উপস্থিত মানুষের সঙ্গে কথাবার্তা বলেন। তাঁরাও মাইক্রোফোন নিয়ে প্রশ্ন করেন। এসবের মাঝেই মাইক্রোফোন নিয়ে স্থানীয় বিজেপি নেতৃত্ব জয় শ্রীরাম ধ্বনি তোলে। এই অনুষ্ঠান নিয়েই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। তবে কর্মসূচি শুরু হওয়ার আগেই পুলিশ মাইক বন্ধ করার কথা বললেও পুলিশের সামনেই বক্স বাজিয়ে বিজেপি কর্মসূচি পালন করে বলে অভিযোগ। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিজেপির এই দায়িত্বজ্ঞানহীন কর্মসূচির তীব্র নিন্দা করা হয়েছে।
এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…
প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…
নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…
নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…
দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…
অর্থোপেডিক সার্জারির এক নতুন দিগন্ত। হাড় বা অস্থি, দেহের অন্যতম শক্ত অংশ যা আমাদের শরীরের…