বাদ বাংলার কৃষকরা

২০১৮-১৯, ২০১৯-২০ এবং ২০২০-২১ এই তিন অর্থবর্ষে প্রধানমন্ত্রী কিসান সম্মাননিধি প্রকল্পে পশ্চিমবঙ্গের কৃষকরা কোনও টাকাই পাননি

Must read

২০১৮-১৯, ২০১৯-২০ এবং ২০২০-২১ এই তিন অর্থবর্ষে প্রধানমন্ত্রী কিসান সম্মাননিধি প্রকল্পে পশ্চিমবঙ্গের কৃষকরা কোনও টাকাই পাননি। তৃণমূল কংগ্রেস সাংসদ দীপক অধিকারীর (দেব) লিখিত প্রশ্নের জবাবে স্পষ্ট জানাল কেন্দ্র। শুধুমাত্র ২০২১-২২ এবং ২০২২-২৩ অর্থবর্ষে পশ্চিমবঙ্গের কৃষকরা টাকা পেয়েছেন।

আরও পড়ুন-সংসদে তৃণমূল কংগ্রেসের প্রশ্ন, বাংলার প্রাপ্য বকেয়াই দেশের মধ্যে সবচেয়ে বেশি, স্বীকার করল কেন্দ্র

প্রসঙ্গত, দেশের কৃষকদের অ্যাকাউন্টে সরাসরি টাকা দেওয়ার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি চালু করেন প্রধানমন্ত্রী কিসান সম্মাননিধি প্রকল্প। কিন্তু চালু হওয়ার পর থেকে সপ্তম কিস্তি পর্যন্ত পশ্চিমবঙ্গের কৃষকরা বঞ্চিত থেকে গিয়েছিলেন৷ অষ্টম কিস্তি থেকে রাজ্যের কৃষকরা টাকা পান। পরিসংখ্যান এবং তথ্য দিয়ে জানালেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর। কেন্দ্রের এই তথ্যেই দেখা যাচ্ছে, এক্ষেত্রেও বঞ্চিত সেই বাংলা৷

Latest article