সংবাদদাতা, ঝাড়গ্রাম : ৬ আগস্ট ঝাড়গ্রাম (Mamata banerjee- Jhargram) সফরে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলাভাষার মর্যাদা রক্ষায় এবং বিজেপি-শাসিত রাজ্যগুলিতে বাঙালিদের উপর চলা অত্যাচারের প্রতিবাদে এক পদযাত্রায় নেতৃত্ব দেবেন তিনি। মুখ্যমন্ত্রীর এই কর্মসূচিকে ঘিরে জঙ্গলমহলে তৈরি হয়েছে প্রবল উৎসাহের পরিবেশ। তাঁকে স্বাগত জানাতে প্রস্তুত ঝাড়গ্রামের মানুষ। এই পদযাত্রাকে সফল করতে মঙ্গলবার ঝাড়গ্রাম শহরের ডিএম হলে একটি প্রস্তুতিসভার আয়োজন করা হয় জেলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে। সভায় উপস্থিত ছিলেন জেলার চার বিধায়ক— দুলাল মুর্মু, বীরবাহা হাঁসদা, ডঃ খগেন্দ্রনাথ মাহাতো ও দেবনাথ হাঁসদা। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি চিন্ময়ী মারান্ডী, জেলা পরিষদের মেন্টর স্বপন পাত্র প্রমুখ। প্রস্তুতিসভা ঘিরে তৃণমূল কর্মী-সমর্থকদের মধ্যে ব্যাপক উদ্দীপনা ও উৎসাহ লক্ষ্য করা যায়। মুখ্যমন্ত্রীর সফরকে কেন্দ্র করে গোটা ঝাড়গ্রাম (Mamata banerjee- Jhargram) শহর জুড়ে বাড়ছে নিরাপত্তা। পুলিশ ও প্রশাসনের পাশাপাশি তুমুল ব্যস্ত তৃণমূলের নেতা-কর্মীরাও।
আরও পড়ুন-বর্ষায় ডেঙ্গি নিয়ন্ত্রণ জেলাশাসকদের নিয়ে জরুরি বৈঠকে মুখ্যসচিব, দিলেন একাধিক নির্দেশ