রহস্যে ঘেরা ডুয়ার্সে রোমাঞ্চকর সময়যাত্রা

যেমন টাইম মেশিন বলতেই আমরা এক নিমেষেই কল্পনা করে নিই এমন কোনও যান যাতে ঢুকে সুইচ টিপলেই পৌঁছে যাওয়া যায় যে কোনও সময়ে।

Must read

আর্থিকা দত্ত জলপাইগুড়ি: রহস্যে ঘেরা ডুয়ার্সে না জানি এই রকম আরও কত অজানা কিছু আছে যা ধীরে ধীরে প্রকাশ পাবে সময়ের সাথে। যেমন টাইম মেশিন বলতেই আমরা এক নিমেষেই কল্পনা করে নিই এমন কোনও যান যাতে ঢুকে সুইচ টিপলেই পৌঁছে যাওয়া যায় যে কোনও সময়ে। ধরুন আপনি সন্ধ্যা ছটায় বেরিয়েছেন বেড়াতে, মোবাইলের ঘড়ির সময়টা হঠাৎ দেখলেন আধঘন্টা এগিয়ে গিয়েছে। কেমন হবে! না এই রোমাঞ্চকর অভিজ্ঞতা অর্জনের জন্য পাড়ি দিতে হবে না বিদেশ বিভূঁইয়ে, ডুয়ার্স যথেষ্ট। জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি হয়ে লাটাগুড়ির পথ ধরে এগিয়ে চললে লাটাগুড়ি বাজারের পরই সেই সুপ্রশস্ত রাস্তা প্রবেশ করবে দুপাশে গরুমারা জঙ্গলে ঘেরা গভীর অরণ্যের মাঝ দিয়ে।

আরও পড়ুন-চিকনগুনিয়ায় আক্রান্ত ২৪ মোকাবিলায় প্রশাসন

এই রাস্তা সোজা চলে যায় একদিকে চালসা অন্যদিকে মূর্তি নদীর দিকে। যে পাশ থেকেই আসা হোক না কেন মন্দিরের কাছাকাছি আসার কয়েক মিনিট আগে থেকে হাতের মোবাইলের স্ক্রিনে থাকা সময় খেয়াল করলেই দেখতে পাবেন হঠাৎ করে আপনি যে সময় দেখছেন তার থেকে ঠিক আধঘন্টা সময় এগিয়ে গিয়েছেন। তবে কখনও কখনও সবার মোবাইলে একসাথে এই সময় পরিবর্তন নাও ঘটতে পারে। ১৯৪৭ সাল থেকে স্বাধীন ভারতে মেনে চলা হয় ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম। ভূগোলবিদরা বলছেন, লাটাগুড়িতে যা চলছে এটা সময় জোনের খেলা। যেমন ভারতবর্ষের ওপর দিয়ে অনেকগুলো দ্রাঘিমা রেখা গেছে, এর মধ্য থেকে মোটামুটি দেশের মাঝামাঝি ধরে নিয়ে এলাহাবাদের ওপর দিয়ে যাওয়া দ্রাঘিমা রেখার সময়কে আমরা প্রমাণ সময় ধরে চলি। যেমন ভারতবর্ষের ক্ষেত্রে জিএমটি +০৫-৩০ তেমন ভাবে বাংলাদেশের জিএমটি +০৬ ধরা হয়। অর্থাৎ বাংলাদেশ কিন্তু ভারতবর্ষের সময়ের থেকে আধ ঘন্টা এগিয়ে রয়েছে। অসম্ভব হলেও লাটাগুড়ির ঠিক এই জায়গায় আসলে যেহেতু জিপিএস সময় আধঘন্টা এগিয়ে যাচ্ছে তাই ধরে নেওয়া যেতেই পারে এখানে জিএমটি +০৬ বাংলাদেশের সময় কোনওভাবে ডিটেক্ট করছে।

Latest article