প্রতিবেদন : গ্রেগ স্টুয়ার্টের চোট নিয়ে ধোঁয়াশা। সোমবার মাঠে নেমে কিছুক্ষণ হালকা বল নিয়ে অনুশীলন করলেও মঙ্গলবার ফের তিনি রিহ্যাব করেন। বাঁ-পায়ে চোটের জায়গায় স্ট্র্যাপ জড়ানো ছিল। রবিবার ওড়িশা এফসি-র বিরুদ্ধে স্কটিশ মিডফিল্ডার খেলতে পারবেন কি না, তা নিশ্চিত নয়। তবে সবুজ-মেরুন শিবির নিশ্চিত, এখনও ম্যাচের আগে বেশ কয়েকদিন সময় থাকায় স্টুয়ার্ট সম্পূর্ণ ফিট হয়ে যাবেন। দিন দুয়েক পর পুরোদমে অনুশীলনও করতে পারবেন।
আরও পড়ুন-মোদীরাজ্যে তৈরির আগেই ভেঙে পড়ল বুলেট ট্রেনের সেতু, সুরক্ষার প্রশ্ন তুলে দেবাংশুর নিশানায় মোদী
স্টুয়ার্টকে মাথায় রেখেও বিকল্প হিসেবে দিমিত্রি পেত্রাতোসকে তৈরি রাখছেন কোচ জোসে মোলিনা। রয় কৃষ্ণ, দিয়েগো মরিসিওদের আটকাতে রক্ষণ সংগঠনে জোর দিচ্ছেন মোহনবাগান কোচ। মঙ্গলবার ক্লাব মাঠে ক্লোজড ডোর অনুশীলন ছিল। রুদ্ধদ্বার মহড়ায় রক্ষণ মেরামতেই ব্যস্ত থেকেছেন বাগানের স্প্যানিশ বস।
আরও পড়ুন-সংসদের অধিবেশন শুরু ২৫ নভেম্বর
শেষ তিন ম্যাচ জেতার পাশাপাশি ক্লিনশিট রেখেছে মোহনবাগান। কোনও গোল হজম করেনি মোলিনার দল। টম অলড্রেড, আলবার্তো রডরিগেজরা রক্ষণে ভরসা দিচ্ছেন। রক্ষণে ধারাবাহিকতা আনতে ছোটখাটো ভুল শুধরে নিতেও চেষ্টার কসুর করছেন না জেমি ম্যাকলারেনদের কোচ। এদিন সেট পিস থেকে গোল অক্ষত রাখার মহড়া যেমন হয়েছে, তেমনই উইং দিয়ে আক্রমণ তুলে এনে আলবার্তো, শুভাশিসদের রক্ষণব্যূহ ভাঙার অনুশীলনও হয়। একই ছন্দে আক্রমণাত্মক ফুটবল খেলে গোল তুলে নেওয়ার সঙ্গে নিচে নেমে গোল আটকানোর রণনীতি থেকে সরছেন না মোলিনা। কৃষ্ণদের পাল্টা প্রতিআক্রমণ রোখার জন্য বিকল্প রণনীতিও তৈরি রাখছেন মোহনবাগান কোচ।