প্রত্যাশিত ফল, দিলীপের মুখে অভিষেকের প্রশংসা

লোকসভার পর এই উপনির্বাচনেও বিজেপির ভরাডুবি। এই ফলাফল নিয়ে এবার আত্মসমালোচনা শোনা গেল বিজেপি নেতা দিলীপ ঘোষের মুখেও।

Must read

প্রতিবেদন : রাজ্যের ৬ কেন্দ্রের উপনির্বাচনে প্রত্যেকটিতেই বিপুল ভোটে জিতেছে তৃণমূল কংগ্রেস। বিজেপিকে ধরাশায়ী করে মাদারিহাটেও প্রথমবার ফুটেছে জোড়াফুল। লোকসভার পর এই উপনির্বাচনেও বিজেপির ভরাডুবি। এই ফলাফল নিয়ে এবার আত্মসমালোচনা শোনা গেল বিজেপি নেতা দিলীপ ঘোষের মুখেও।

আরও পড়ুন-দিনের কবিতা

মাদারিহাটের হার নিয়ে দিলীপ বলেন, ফলাফল কী হবে আগেই জানতাম। নতুন কিছু নয়। জানতাম, ৬টি আসনেই হারব! মাদারিহাট একমাত্র জেতা আসন ছিল বিজেপির। আশা ছিল, আরেকটু ভাল রেজাল্ট হবে, হয়নি। লোকসভাতেও আমাদের রেজাল্ট ভাল হয়নি, উপনির্বাচনেও হল না। পার্টির মধ্যে এই নিয়ে চিন্তাভাবনা হওয়া দরকার। পরিবর্তন হওয়া উচিত। উপনির্বাচনের ফলপ্রকাশের দিন দিলীপের মুখে শোনা গেল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা। বলেন, আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে রাহুল গান্ধীর থেকে ভাল নেতা মনে করি। অভিষেকের কথাবার্তা অনেক বেশি বুদ্ধিদীপ্ত। এই নিয়ে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, দিলীপ ঘোষ রাজ্য সভাপতি থাকাকালীন বিজেপি কয়েকটা বেশি আসন পেয়েছিল। এখন তাঁকে অপমান করে সরিয়েছে, ক্ষমতাহীন করেছে। পদ কেড়েছে, আসন বদলে তাঁকে হারিয়েছে। তিনি বুঝতে পেরেছেন দলটা যেভাবে চলছে, তাতে আরও ভরাডুবি হবে।

Latest article