প্রতিবেদন : পঞ্চদশ অর্থ কমিশনের বরাদ্দ টাকা পঞ্চায়েত (Panchayat) দফতরে যথাযথভাবে ব্যয় করা হচ্ছে বলে জানিয়ে গেলেন কেন্দ্রীয় পঞ্চায়েতিরাজ সচিব বিবেক ভরদ্বাজ। শুক্রবার তিনি পঞ্চায়েত দফতর ও জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক করেন। ওই বৈঠকে জিটিএ এলাকায় প্রতিটি পঞ্চায়েত কার্যালয়, তথ্য-প্রযুক্তি কেন্দ্র ও পর্যটন কেন্দ্রের উন্নয়নের জন্য কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের অর্থ চেয়েছে রাজ্য সরকার। এ ছাড়া আগামী বছরে পঞ্চায়েতের কাজকর্ম, ই-গ্রাম সমাজসহ সাতটি বিষয় নিয়ে আলোচনা হয়েছে। তথ্য-প্রযুক্তির পরিকাঠামোর আরও উন্নয়ন প্রয়োজন বলে কেন্দ্রীয় সচিব জানিয়েছেন। যেসব জেলা পরিষদ এখনও বরাদ্দ অর্থ ঠিকমতো খরচ করতে পারেনি, তাদের সতর্ক করে দেওয়া হয়েছে। পঞ্চায়েত (Panchayat) পরিচালনার ক্ষেত্রে প্রশিক্ষণের ওপরে জোর দিতে বলা হয়েছে। রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী প্রদীপ মজুমদার জানিয়েছেন, এটি রুটিন বৈঠক। বিভিন্ন বিভাগে কাজের সমন্বয় ও গতি আনার জন্য এই বৈঠক করা হয়। এতে নতুন কিছু নেই।
আরও পড়ুন- জট খুলতে বিকল্প ফর্মুলায় কাজ শুরু, জটিলতা কাটিয়ে চাকরিপ্রার্থীদের দ্রুত নিয়োগ চান মুখ্যমন্ত্রীও