ফের মহার্ঘ রান্নার গ্যাস, মাথায় হাত ছোট ব্যবসায়ীদের

অগাস্টের পর আবার সেপ্টেম্বর। পরপর দু’মাস বাড়ল বাণিজ্যিক গ্যাসের দাম। মাসের প্রথম দিনেই একলাফে ৩৯ টাকা বাড়ল বাণিজ্যিক গ্যাসের দাম।

Must read

প্রতিবেদন: অগাস্টের পর আবার সেপ্টেম্বর। পরপর দু’মাস বাড়ল বাণিজ্যিক গ্যাসের দাম। মাসের প্রথম দিনেই একলাফে ৩৯ টাকা বাড়ল বাণিজ্যিক গ্যাসের দাম। একলাফে এতখানি দাম বাড়ায় রীতিমতো মাথায় হাত রেস্তোরাঁ, হোটেল ব্যবসায়ীদের। নতুন করে গ্যাসের দাম বাড়ায় ১৯ কেজি বাণিজ্যিক সিলিন্ডারের দাম হল ১৬৯১.৫০ টাকা। আন্তর্জাতিক বাজারে তেলের দামের ওঠানামার সঙ্গে পাল্লা দিয়ে নির্ধারিত হয় দেশের পেট্রোলিয়াম পণ্যের দাম। আর সে-কারণেই প্রতি মাসের ১ তারিখ নয়া গ্যাসের দাম নির্ধারণ করা হয়। তবে এভাবে সব বাড়তে থাকায় ব্যবসা চালাতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে ব্যবসায়ীদের।

আরও পড়ুন-খরার প্রকোপে শয়ে শয়ে প্রাণী মারার সিদ্ধান্ত নামিবিয়ায়

রবিবার, ১ সেপ্টেম্বর থেকে দিল্লিতে ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডারের দাম ১৬৫২.৫০ টাকা থেকে বেড়ে ১৬৯১.৫০ টাকা হয়েছে। কলকাতায় বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ১৭৬৪.৫০ টাকা থেকে বেড়ে এখন ১৮০২.৫০ টাকা হয়েছে। দেশের রাজধানী দিল্লিতে সিলিন্ডার প্রতি ৩৯ টাকা এবং কলকাতায় বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ৩৮ টাকা বেড়েছে। অন্যদিকে মুম্বইয়ে ১৯ কেজি সিলিন্ডারের দাম ১৬০৫ টাকা থেকে বেড়ে ১৬৪৪ টাকা হয়েছে। চেন্নাইয়েও বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম ১৮১৭ টাকা থেকে বেড়ে এখন ১৮৫৫ টাকা হয়েছে।

Latest article