অসাধু কিছু ব্যবসায়ীর চক্রান্তে উত্তর থেকে দক্ষিণে মহার্ঘ আলু

দু’দিন কর্মবিরতি থাকার পরে অবশেষে আলু ব্যবসায় ধর্মঘটের জট কাটতে চলেছে।

Must read

সংবাদদাতা, বর্ধমান : দু’দিন কর্মবিরতি থাকার পরে অবশেষে আলু ব্যবসায় ধর্মঘটের জট কাটতে চলেছে। মঙ্গলবার বিকেলে বর্ধমানে প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির সাধারণ বৈঠকের পরেই কর্মবিরতি তুলে নেওয়া হচ্ছে বলে জানানো হয়েছে। এদিকে ধর্মঘটের জেরে কিছু অসাধু ব্যবসায়ীর জন্য উত্তর থেকে দক্ষিণ গোটা রাজ্যেই বাজারে আলুর দাম লাগামছাড়া হয়েছে। আলুর দাম গড়ে দু-তিন টাকা করে েবড়েছে, কোথাও আরও বেশি। সংগঠনের সভাপতি লালু মুখোপাধ্যায় বলেন, আমরা তো হিমঘরের গেট থেকে গুণমান অনুযায়ী আলু ২৫-২৮ টাকা কেজিতে বিক্রি করছি। অথচ খুচরো বাজারে সব আলুই ৩৪ টাকায় বিক্রি হচ্ছিল। ভিনরাজ্যে আলু যাচ্ছে না বলেই খুচরো বাজারে দাম বাড়ছে বলে মনে করছি। আলুর পাশাপাশি দাম বেড়েছে বেড়েছে ডিমেরও। একটা ডিমের দাম এখন সাত থেকে আট টাকা। এ রাজ্যে প্রায় ৫ লক্ষ হেক্টর জমিতে ১২৫ লক্ষ টন আলু উৎপাদন হয়েছে। তার মধ্যে ৬৩ লক্ষ টনের মতো আলু হিমঘরে রাখা হয়েছিল। নভেম্বরের শেষে হিমঘরে মজুত রয়েছে ৬ থেকে সাড়ে ৬ লক্ষ টন আলু। সংগঠনের দাবি, এর মধ্যে চার লক্ষ টন আলু রাজ্যের মানুষের খাবারের প্রয়োজন। বাকি আলু বাইরের রাজ্যে পাঠাতে না দিলে নষ্ট হবে, তাঁদের আর্থিক ক্ষতি হবে। আজ, বুধবার রাত থেকে হিমঘরের আলু ঝাড়াই-বাছাইয়ের জন্যে বের হবে।

আরও পড়ুন-দিদিকে বলো : বাড়ি পেলেন মাথাভাঙার বিজেপি নেতা

বাজারে ক্রমাগত আলুর দাম বাড়তে থাকায় সরকার ভিনরাজ্যে আলু পাঠানো বন্ধ করে দেয়। সরকারের অভিযোগ ছিল, অসাধু কিছু ব্যবসায়ী অধিক মুনাফার জন্যেই বাইরে আলু পাঠিয়ে সমস্যা তৈরি করতে চাইছে। সেটা পুলিশ ও প্রশাসন ঠেকিয়ে দেওয়ায় অসাধু ব্যবসায়ীরা কৃত্রিম চাহিদা তৈরি করে আলুর দাম বাড়িয়ে সাধারণ মানুষকে বিপাকে ফেলছিল।

Latest article