বিস্ফোরণ, ব্যর্থ মাস্কের স্টারশিপ

তার আগেই মহাকাশে নিয়ন্ত্রণ হারিয়ে ধ্বংস হয়ে যায় মাস্কের স্বপ্নের স্টারশিপ। রকেটের ধ্বংসাবশেষের ছবি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ার ভাইরাল।

Must read

প্রতিবেদন: আবার ব্যর্থ হল স্পেসএক্সের অষ্টম উৎক্ষেপণ। টেক্সাসের মাটি থেকে শূন্যে ওড়ার কয়েক মুহূর্ত পরেই টুকরো টুকরো হয়ে গেল ধনকুবের ইলন মাস্কের স্টারশিপ। লাইভ স্ট্রিমিং চলাকালীন দেখা যায়, উৎক্ষেপণ হতে না হতেই ইঞ্জিন বন্ধ হয়ে গিয়েছে মহাকাশযানটির। তখনই আশঙ্কা করা হচ্ছিল আর কয়েক মুহূর্তের মধ্যেই বিস্ফোরণ ঘটতে পারে।

আরও পড়ুন-পণবন্দি ১০ ভারতীয় শ্রমিককে উদ্ধার করল ইজরায়েলি সেনা

দেখা গিয়েছে, বাহমাসের আকাশে টুকরো টুকরো হয়ে যায় মাস্কের স্পেসশিপ। ৪০৩ ফুট দৈর্ঘের রকেট উৎক্ষেপণের পর প্রথম পর্যায়ে বুস্টারটি বিচ্ছিন্ন হয়ে লঞ্চপ্যাডে ফিরে আসে। মহাকাশে স্যাটেলাইট ছেড়ে আবার ফিরে আসার কথা ছিল রকেটটির। তার আগেই মহাকাশে নিয়ন্ত্রণ হারিয়ে ধ্বংস হয়ে যায় মাস্কের স্বপ্নের স্টারশিপ। রকেটের ধ্বংসাবশেষের ছবি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ার ভাইরাল।

Latest article