খাস কলকাতাতেই এবার একটি বাড়িতে বিস্ফোরণ। কসবার (Kasba) বিশ্বাস পাড়ার একটি বাড়ির নীচের একটি ঘরে ভয়াবহ বিস্ফোরণ ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়। নিমেষেই আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায়। জানা গিয়েছে হঠাৎ এই বিস্ফোরণে জেরে বাড়ির জানালার কাঁচ ভেঙে গিয়েছে। শনিবার বিকেল ৪টে নাগাদ হঠাৎ পাশের বাড়ির লোকজনরা বিকট শব্দ শুনে বেরিয়ে আসেন। বিস্ফোরণের শব্দ এতটাই বেশি ছিল যে প্রাথমিকভাবে মনে করা হয়েছিল বোমাবাজি হয়েছে। দেখা যায় সেখান থেকে প্রচুর ধোঁয়া বের হচ্ছে। ঠিক কী কারণে এই বিস্ফোরণ সেই নিয়ে তদন্তে পুলিশ।
আরও পড়ুন-”উস্কানিমূলক বার্তা থেকে দূরে থাকুন”, আশ্বস্ত করলেন মুর্শিদাবাদের পুলিশ সুপার
কসবার ৯১ নম্বর ওয়ার্ডের বিশ্বাস পাড়াতে একটি বাড়িতে বেশ কয়েকদিন ধরে বিস্ফোরক মজুত করা হচ্ছিল সেটা কেউই টের পায়নি বলেই জানিয়েছেন স্থানীয়রা। বাড়ির গৃহকর্তা একটি পিচবোর্ড দিয়ে ঘরের ধোঁয়া বের করার চেষ্টা করছিলেন বলেও জানান তারা। কি থেকে হয়েছে জানতে চাইলে তুবড়ি তৈরি করতে গিয়ে এই ঘটনা ঘটেছে বলেই তিনি জানান। কিন্তু এখানেই প্রশ্ন উঠছে হঠাৎ এই সময় কেন তিনি তুবড়ি বানাতে গেলেন? তুবড়ি না অন্যকিছু, কতটা বিস্ফোরক মজুত ছিল, সেই নিয়ে কিছু জানাতে চাননি তিনি। বিস্ফোরণের মাত্রা এতটাই ছিল যে বাড়ির জানলা, দরজা ভেঙে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে কসবা থানার পুলিশ। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে কসবা থানার পুলিশ।
আরও পড়ুন-লাইনে দাঁড় করিয়ে মানুষ মারছে মোদির বিজেপি, তোপ সিঙ্গুরে
বাড়ির মালিককে জেরা করে এই বিস্ফোরক কোথা থেকে নিয়ে আসা হয়েছিল আর কেন তিনি বাড়ির মধ্যে বিস্ফোরক মজুত করেছিলেন, এবং তিনি কি বানানোর চেষ্টা করছিলেন সেই সব জানার চেষ্টা করছে পুলিশ। বাড়ির মালিক ও তাঁর স্ত্রীর মতে তুবড়ি বানানো হচ্ছিল, কিন্তু প্রতিবেশীরা মনে করছেন বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে সাধারণ তুবড়িতে সেটা হয় না। বাজি নাকি বোমা বানাতে বিস্ফোরণ সেটাই এখন খতিয়ে দেখছে পুলিশ।

