আরও একবার প্রমাণিত রেল যাত্রীদের সুরক্ষা দিতে ব্যর্থ। ফের ট্রেন সফরে বিপদের মুখে যাত্রীরা। আজ, সোমবার বিকেল ৪.২০ নাগাদ জিন্দ-দিল্লি লোকাল ট্রেনে (Local train) বিস্ফোরণের ঘটনা। যাত্রীবাহী এই ট্রেন যখন হরিয়ানার সাম্পলা স্টেশন পার করে তারপরেই ট্রেনের এক কামরার মধ্যে ঘটে যায় ভয়াবহ বিস্ফোরণ ৷ ভয়ে প্রাণ বাঁচাতে বেশ কয়েকজন ট্রেনযাত্রীরা ঝাঁপ দেন ৷ সূত্রের খবর, বিস্ফোরণের ফলে চার জন জখম হয়েছেন ৷ আগুন লাগার কারণ খতিয়ে দেখছেন তদন্তকারীরা ৷
আরও পড়ুন-ঘূর্ণি পিচ বানিয়ে ভুল করেছে ভারত : এবি
ট্রেনটি সাম্পলা স্টেশন ছেড়ে বাহাদুরগড়ের দিকে এগোনোর সময় হঠাৎ একটি কামরায় বিস্ফোরণ হয়। সেই সঙ্গে ট্রেনের বগিতে আগুন লেগে যায় ৷ নিমেষের মধ্যেই চারিদিকে দাউদাউ করতে আগুন জ্বলে যায়৷ আতঙ্কেই ওই কামরায় যাত্রীদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। শুধু তাই নয়, প্রাণ হাতে নিয়েই চলন্ত ট্রেন থেকে কয়েকজন যাত্রী নেমেও পড়েন ট্রেন থেকে। ঝাঁপ দিতে গিয়ে ও বিস্ফোরণের ফলে ৪ জন যাত্রী আহত হয়েছেন। আহত যাত্রীদের উদ্ধার করে দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অন্যদিকে ট্রেনটিকে দ্বারভাঙ্গা নিয়ে যাওয়া হয়। সব যাত্রীদের জিজ্ঞাসাবাদ করা হয়।
আরও পড়ুন-বিজেপির বিরুদ্ধে ক্ষোভই তুরুপের তাস জয়প্রকাশের
প্রাথমিক তদন্তের ভিত্তিতে জানা যায়, সিটের উপরে ব্যাগ রাখার জায়গায় একটি ব্যাগে হয়তো আতশবাজি রাখা ছিল। বিক্রির জন্য নিয়ে যাওয়া হচ্ছিল। লোহার কিছু জিনিসপত্রও ছিল ৷এর ফলেই কামরায় আগুন ধরে যায়। তবে বারবার ট্রেন দুর্ঘটনা পুনরাবৃত্তি হচ্ছে। সাধারণ মানুষের ভোগান্তি বাড়ছে ও তাদের আতঙ্কের মধ্যে পড়তে হচ্ছে। কিভাবে এত আতশবাজি নিয়ে কেউ ট্রেনে সফর করতে পারল এই নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।