চাঁদনী চকের CESC অফিসের ট্রান্সফর্মারে বিস্ফোরণ

আগুন মোটামুটি নিয়ন্ত্রণে এসেছে। পকেট ফায়ারগুলো খুঁজে বের করার চেষ্টা চালাচ্ছেন দমকলকর্মীরা। হতাহতের কোনও খবর মেলেনি।

Must read

রবিবার সাতসকালে মহানগরীতে ফের অগ্নিকাণ্ড (Fire)। সকাল ৭টা ১০ মিনিট নাগাদ চাঁদনী চকের CESC অফিসের একটি ট্রান্সফর্মারে হঠাৎ আগুন ধরে যায়। তারপরেই বিস্ফোরণের শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় দমকলের চারটি ইঞ্জিন। আগুন মোটামুটি নিয়ন্ত্রণে এসেছে। পকেট ফায়ারগুলো খুঁজে বের করার চেষ্টা চালাচ্ছেন দমকলকর্মীরা। হতাহতের কোনও খবর মেলেনি।

আরও পড়ুন-আশ্চর্য! যোগীরাজ্যে স্কুটির জরিমানা ২০.৭৪ লাখ টাকা

CESC অফিসের ট্রান্সফর্মারে কীভাবে আগুন লাগল তা স্পষ্ট নয়। তবে দমকল কর্মীরা যেভাবে তৎপরতার সঙ্গে কাজ চালিয়ে আগুন নিয়ন্ত্রণ এনেছেন তার প্রশংসায় পঞ্চমুখ স্থানীয়রা। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি। প্রসঙ্গত, বৃহস্পতিবার ১০টা নাগাদ লালবাজারের কাছে আরএন মুখার্জি রোডের একটি গুদামে এই আগুন লাগে। গুদামটিতে গাড়ির যন্ত্রাংশ এবং একাধিক দাহ্য পদার্থ মজুত করা ছিল। আগুন এতটাই ভয়ংকর আকার নেয় যে ধোঁয়ায় ভরে যায় চারপাশ এবং ৭ ঘন্টার চেষ্টায় অবশেষে আগুন নিয়ন্ত্রণে আসে।

Latest article