গোয়া উপকূলের কাছে বিস্ফোরণ, মাঝসমুদ্রে পণ্যবাহী জাহাজে আগুন

প্রসঙ্গত, জাহাজটি গুজরাটের মুন্দ্রা বন্দর থেকে যাত্রা শুরু করে শ্রীলঙ্কার কলম্বো বন্দরের দিকে যাচ্ছিল। হঠাৎ এই বিস্ফোরণ এবং অগ্নিকাণ্ড ঘটে।

Must read

গোয়া (Goa) উপকূলের কাছে বিস্ফোরণ, মাঝসমুদ্রে পণ্যবাহী জাহাজে আগুনগোয়ার উপকূলের থেকে কিছুটা দূরে একটি পণ্যবাহী জাহাজে ভয়াবহ আগুন। ঘটনায় একজনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। ‘এমভি মায়েরস্ক ফ্রাঙ্কফুর্ট’ নামের এই জাহাজটি ভারতীয় উপকূল থেকে মাত্র ৮০ নটিকাল মাইল দূরে আপাতত অবস্থান করছে। এদিকে জাহাজ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, ‘এমভি মায়েরস্ক ফ্রাঙ্কফুর্ট’-এ আগুন নেভানো সম্ভব হয় নি। ‘এমভি মায়েরস্ক ফ্রাঙ্কফুর্ট’-এ একটি বিস্ফোরণ হওয়ার পরেই হঠাৎ আগুন জ্বলতে শুরু করে। জাহাজে মোট ২১ জন ক্রু সদস্য রয়েছেন। জাহাজের ক্রু সদস্যরা ফিলিপিনো, মন্টেনিগ্রো এবং ইউক্রেনের নাগরিক।

আরও পড়ুন-কাল একুশে জুলাই গণতন্ত্র রক্ষার শপথ নেওয়ার দিন

প্রসঙ্গত, জাহাজটি গুজরাটের মুন্দ্রা বন্দর থেকে যাত্রা শুরু করে শ্রীলঙ্কার কলম্বো বন্দরের দিকে যাচ্ছিল। হঠাৎ এই বিস্ফোরণ এবং অগ্নিকাণ্ড ঘটে। সূত্রের খবর, এর ফলে মৃত ক্রু সদস্য একজন ফিলিপিনো। বাকিরা নিরাপদে আছেন। তবে জাহাজে ১৬০টি কন্টেইনারের মধ্যে ২০টিতে আগুন ধরে গিয়েছে। প্রাথমিকভাবে জাহাজের ক্রু সদস্যরা নিজেরাই আগুন নেভানোর চেষ্টা করেন। কিন্তু আগুন নিয়ন্ত্রণ করতে না পেরে পরে ভারতীয় কোস্ট গার্ডের কাছে সাহায্য চায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে পৌঁছায় ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর তিনটি জাহাজ। ক্রু সদস্যদের উদ্ধার করতে পাঠানো হয় একটি হেলিকপ্টার ও একটি ডর্নিয়ার বিমান।

Latest article