সংবাদদাতা, শিলিগুড়ি : সেবকের করোনেশন সেতুর উপর একটি গাড়িতে বিস্ফোরণ। সেই বিস্ফোরণের কারণে ব্রিজের উপর দাউ দাউ করে জ্বলছে গাড়ি। বিস্ফোরণের সেই ভিডিও ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়। আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয়রা। কিন্তু এই বিস্ফোরণ ঘটল কী করে?
সেবকের ঐতিহ্যবাহী করোনেশন ব্রিজে বিনা অনুমতিতে ওয়েব সিরিজের দৃশ্যের জন্য গাড়ি বিস্ফোরণ ঘটায় মুম্বইয়ের নামজাদা শুটিং পার্টি। বড় রকম দুর্ঘটনার হাত থেকে বাঁচল করোনেশন ব্রিজ।
আরও পড়ুন-বিয়ে নয়, ফারসিনা চায় নিজের পায়ে দাঁড়াতে
মৌখিকভাবে ১৫ মিনিটের শুটিংয়ের অনুমতি নিলেও গাড়ি বিস্ফোরণের মতো দৃশ্যের কোনও অনুমতি ছিল না। বিস্ফোরণের খবর ছড়িয়ে পড়তেই তদন্তে নামল দার্জিলিং ও কালিম্পং জেলা পুলিশ। বেশ কিছুদিন ধরেই দার্জিলিঙ জেলাজুড়ে মুম্বইয়ের নামজাদা শুটিং সংস্থাটির ওয়েব সিরিজের শুটিং করছিল। বৃহস্পতিবার সকালে সেবকের ঐতিহ্যবাহী করোনেশন ব্রিজে ১৫ মিনিটের শুটিং ছিল তাদের। শুটিংয়ের জন্য সেবক ফাঁড়ির পুলিশ লিখিতভাবে কোনও অনুমতি দিতে চায়নি তাদের। তবে যেহেতু ১৫ মিনিটের শুটিং তাই মৌখিকভাবে অনুমতি দেয় বলে দাবি শুটিং সংস্থার। তবে শুটিংয়ের সিনে উগ্রবাদী হামলার ঘটনার শুটিং হচ্ছিল সেই সময় ডিরেক্টরের নির্দেশেই একটি সেনাবাহিনীর গাড়িতে ব্লাস্ট করানো হয়। ব্লাস্ট-এর কারণে সাময়িকভাবে কিছু ক্ষতি হয়েছে করোনেশন ব্রিজের।
আরও পড়ুন-ঝুঁকেগা নেহি, জনগণেশের প্রতিস্পর্ধী স্বরের অনুরণন
স্থানীয় মানুষেরা জানিয়েছে, গাড়ি ব্লাস্ট-এর পরেই রীতিমতো কেঁপে উঠেছিল করোনেশন ব্রিজ। যেখানে ব্রিটিশ আমলে তৈরি এই করোনেশন ব্রিজ ক্রমশ দুর্বল হয়ে পড়েছে। সরকারিভাবে করোনেশন ব্রিজকে দুর্বল ঘোষণা করে ১০ টনের উপরে কোনও গাড়ি যাতায়াত নিয়ন্ত্রণ করার নির্দেশ রয়েছে। শিলিগুড়ি ও ডুয়ার্সের মূল সংযোগকারী এই সেতুতে ফাটল ধরার কারণে বেশ কয়েকবার মেরামতিও হয়েছে। তার পরেও মুম্বই শুটিং পার্টির এই ঘটনায় নড়েচড়ে বসেছে প্রশাসন। ইতিমধ্যে তদন্তে নেমেছে দার্জিলিং ও কালিম্পং জেলা পুলিশ। সেবক ফাঁড়িতে এদিন বিকেলে দার্জিলিং রেঞ্জের ডিআইজি ও কালিম্পং-এর পুলিশ সুপার শুটিং দলের কর্তৃপক্ষকে রীতিমতো জেরাও করেছে।
নাগপুর : এবারে কি সত্যিই ঘনিয়ে এল মোদির বিদায়বেলা? দলের অন্দর থেকেই সুস্পষ্ট বার্তা, অনেক…
শ্রীনগর : সেনাবাহিনীর (Indian Army) সঙ্গে কিশতওয়ারের জঙ্গলে লুকিয়ে থাকা জঙ্গিদের গুলির লড়াই শুরু হয়েছিল…
ওয়াশিংটন: ইউরোপের দেশগুলির উপর শুল্কের ভার চাপিয়ে গ্রিনল্যান্ড (Greenland_America) দখল করার কৌশল নিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট…
নয়াদিল্লি : কেন্দ্রীয় সরকারের সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার স্থগিত রাখার সিদ্ধান্তের প্রতিবাদে অভিনব পদক্ষেপ নিলেন তামিলনাড়ুর…
সংবাদদাতা, বারাসত : জনসুনামির সাক্ষী থাকল উত্তর ২৪ পরগনার জেলা সদর বারাসত। সোমবার বারাসতের কাছারি…
ব্যুরো রিপোর্ট: শুনানির নামে হয়রানির প্রতিবাদে রাজ্যজুড়ে গর্জে উঠেছে তৃণমূল (ECI_TMC)। সোমবার মালদহ, কোচবিহার, রায়গঞ্জে…