প্রতিবেদন : শুক্রবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মামলায় (Abhishek’s case) বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চ বিচারপতিদের মামলা নিয়ে মন্তব্য বা হস্তক্ষেপের উপর গণ্ডি টেনে দিল। কলকাতা হাইকোর্টের কিছু মামলায় বিচারপতিদের মন্তব্য আইনি মহলে রীতিমতো সমালোচিত হয়েছে। বিচারের বাইরে গিয়ে এইসব মন্তব্য বিচারপতিদের মুখে আদৌ শোভা পায় কি না, প্রশ্ন উঠেছে। বিষয়গুলি মাথায় রেখেই অভিষেক মামলায় নির্দেশ দিতে গিয়ে বিচারপতি বলেন,
১. বিচারপতিরা মামলা নিয়ে বিভ্রান্তিকর বা বিচ্ছিন্ন মন্তব্য করতে পারবেন না।
২. মামলায় নজরদারি করার নামে অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে বিচারপতিরা হস্তক্ষেপ করছেন। বেঞ্চের স্পষ্ট বক্তব্য, নজরদারির নামে মামলায় কোনও হস্তক্ষেপ করা যাবে না। ইডি, সিবিআই বা যে তদন্তকারী সংস্থা তদন্ত চালাচ্ছে তাদেরকে নিয়ম মেনে কাজ করতে দিতে হবে।
৩. অনেক ক্ষেত্রেই দেখা যায় মামলা সংক্রান্ত ভুল এবং বিভ্রান্তিকর খবর প্রকাশিত হচ্ছে। এমন খবর প্রকাশ করা যাবে না।
কলকাতা হাইকোর্টে অনেক ক্ষেত্রেই দেখা গিয়েছে বিচারপতিরা এমন মন্তব্য করছেন, যা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে অভিযোগ উঠেছে। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, বিচারপতি অমৃতা সিনহা, বিচারপতি রাজাশেখর মান্থার মন্তব্য নিয়ে বারেবারেই প্রশ্ন উঠেছে। শুধু কলকাতা হাইকোর্ট নয় দেশের অনেক আদালতেই এ জিনিস লক্ষ্য করা গিয়েছে। তার পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্টের এই বক্তব্য এই সময় অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
আরও পড়ুন- যৌন হেনস্থার শিকার বিচারক, তদন্ত না হওয়ায় জীবন শেষ করার অনুমতি চেয়ে প্রধান বিচারপতিকে চিঠি