হিলি দিয়ে পেঁয়াজ ও আলু রফতানি বন্ধ বাংলাদেশে

বাংলাদেশের আমদানিকারীরাও রফতানি বন্ধ হয়ে যাওয়ায় সমস্যায় পড়েছেন। আগে পয়সা দিয়ে আমদানি জিনিসের বরাত দিতে হয়।

Must read

হিলি সীমান্ত (Hili Border) দিয়ে ভারত থেকে বাংলাদেশে (Bangladesh) পেঁয়াজ ও আলু রফতানি বন্ধ হয়ে গেল। প্রযুক্তিগত সমস্যার জন্য এই ব্যবস্থা বলেই জানা যাচ্ছে। হিলি স্থলবন্দরের আধিকারিকরা এই মর্মে জানিয়েছেন, সরকারি পোর্টালে ট্রাক খালাসের স্লট পাওয়া যায় নি তাই মঙ্গলবার সারাদিনে বাংলাদেশে মাত্র ২টি ট্রাক গিয়েছে। ভারতের প্রায় ৮ কোটি টাকা রাজস্ব ক্ষতি হয়েছে এই ঘটনার জেরে। বাংলাদেশের আমদানিকারীরাও বরাতে অগ্রিম টাকা দিয়ে বিপদে পড়েছেন। জানা গিয়েছে, রবিবার পর্যন্ত সব কিছু স্বাভাবিক ছিল কারণ সেদিন ১৬০টি ট্রাক সীমান্ত পার করেছে। তবে সোমবার মাত্র ৪৩টি ট্রাক সীমান্ত পার করেছে। এদিকে মঙ্গলবার আলু পেঁয়াজের কোনও ট্রাক সীমান্ত পার করেনি। সুবিধা পোর্টালে স্লট বুকিং বন্ধ ছিল তাই কয়েকশ ট্রাক সীমান্তের বিভিন্ন পার্কিংয়ে দাঁড়িয়ে আছে। এর মধ্যে অনেক আলু পেঁয়াজ নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে বলেই মনে করছেন রফতানিকারীরা ।

আরও পড়ুন-সচিব স্তরে রদবদল রাজ্য সরকারের

বাংলাদেশের আমদানিকারীরাও রফতানি বন্ধ হয়ে যাওয়ায় সমস্যায় পড়েছেন। আগে পয়সা দিয়ে আমদানি জিনিসের বরাত দিতে হয়। টাকা দিলেও পণ্য না আসায় তাঁদেরও লোকসান হচ্ছে। পশ্চিমবঙ্গ সরকারের নিয়ন্ত্রণাধীন সুবিধা পোর্টালে ঠিক কী সমস্যা হয়েছে সেটা যদিও এখনও জানা যায়নি। প্রসঙ্গত, আলু পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে রাখতে ভারতের ওপর নির্ভরশীল বাংলাদেশ। রফতানি কয়েকদিন বন্ধ থাকলে বাংলাদেশে এই ২ জিনিসের দাম খুব দ্রুত সাধারণের নাগালের বাইরে চলে যেতে পারে বলে মনে করা হচ্ছে।

Latest article