বঙ্গ

অনুশোচনায় দগ্ধ প্রসূন! ম্যাজিস্ট্রেটের সামনে অপরাধ কবুলের ইচ্ছেপ্রকাশ

প্রতিবেদন : আর বাঁচতে চাই না! নিজে হাতে স্ত্রী, মেয়ে ও বউদিকে খুন করে এখন অনুশোচনা চেপে বসেছে প্রসূনের মনে। পুলিশ থেকে শুরু করে আদালতে বিচারকের সামনেও বারবারই এখন স্বেচ্ছায় মৃত্যুকে বরণ করে নেওয়ার ইচ্ছেপ্রকাশ করছেন ট্যাংরার (Tangra Murder Case) প্রসূন দে। ম্যাজিস্ট্রেটের কাছে গোপন জবানবন্দিতে সব দোষ স্বীকারও করতে চান প্রসূন। বৃহস্পতিবার শিয়ালদহ আদালতে এমনটাই জানিয়েছেন তিনি। এদিন সরকারি আইনজীবীর আবেদনে প্রসূনকে ১৪ দিনের জেল হেফাজতে পাঠিয়েছেন বিচারক।
কোনও অভিযুক্ত ম্যাজিস্ট্রেটের কাছে দোষ কবুলে রাজি থাকলে, ম্যাজিস্ট্রেট ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারা অনুযায়ী তার স্বীকারোক্তি লিপিবদ্ধ করেন। এদিন শিয়ালদহ আদালতের বিচারক সেই প্রক্রিয়া সম্বন্ধে জানান প্রসূনকে। সরকারি আইনজীবীর কাছে প্রসূনের ইচ্ছে জানতে পেরে বিচারক তাঁকে জিজ্ঞেস করেন, আপনি ম্যাজিস্ট্রেটের সামনে দোষ স্বীকার করবেন? উত্তরে প্রসূন বলেন, হুম। এরপর তাঁকে প্রশ্ন করা হয়, আপাতত আপনার আর কিছু বলার আছে? প্রসূনের জবাব, না।

আরও পড়ুন- হালতু, ট্যাংরা কাণ্ডের ছায়া, বোলপুরেও ঋণের দায়ে আত্মঘাতী হল দম্পতি

বিচারকের পরের প্রশ্ন, দু’দিনের পুলিশ কাস্টডিতে কোনও অসুবিধা হয়েছে? দোষ স্বীকারের জন্য কেউ আপনাকে জোর করেনি তো? প্রসূন ঘাড় নেড়ে উত্তর দেন, না। বিচারক বলেন, ম্যাজিস্ট্রেটের কাছে দোষ স্বীকারের একটা নির্দিষ্ট নিয়ম আছে। জেলে যাওয়ার পর আপনি দু’দিন সময় পাবেন। পুরো বিষয়টা ভেবে আপনি আপনার কথা ম্যাজিস্ট্রেটকে জানাবেন।
এদিকে, পুলিশি জেরায় প্রসূন একের পর এক চাঞ্চল্যকর তথ্য পেশ করছেন পুলিশের কাছে। শুধু পায়েস নয়, তার সঙ্গে মৃত্যু নিশ্চিত করতে গোটা পরিবার একসঙ্গে বিষ মেশানো সন্দেশও খেয়েছিল বলে জানিয়েছেন প্রসূন। এমনকী, ঠাকুরঘরে পায়েস ও সন্দেশে বিষ মিশিয়ে ঈশ্বরের কাছে আসন্ন কুকর্মের জন্য ক্ষমাও চান প্রসূন ও তাঁর স্ত্রী রোমি।

Jago Bangla

Recent Posts

স্মৃতিদের পাঁচে পাঁচ

বরোদা, ১৯ জানুয়ারি : ডব্লুপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর স্বপ্নের দৌড় অব্যাহত। সোমবার গুজরাট জায়ান্টসকে ৬১…

35 minutes ago

দিনের কবিতা

‘জাগোবাংলা’য় (Jago Bangla) শুরু হয়েছে নতুন সিরিজ— ‘দিনের কবিতা’ (poem of the day)। মমতা বন্দ্যোপাধ্যায়ের…

44 minutes ago

মঙ্গলবার ডায়মন্ড হারবারে সেবাশ্রয়-২ পরিদর্শনে অভিষেক বন্দ্যোপাধ্যায়

মানুষের ছোট ছোট অসুবিধাগুলিকে দূর করে তাদের জীবন সহজ করা। সেবার মধ্যে দিয়ে কঠিন বাধা…

1 hour ago

সত্যিই আসন্ন মোদির বিদায়বেলা? বয়স নিয়ে খোঁচা গড়করির

নাগপুর : এবারে কি সত্যিই ঘনিয়ে এল মোদির বিদায়বেলা? দলের অন্দর থেকেই সুস্পষ্ট বার্তা, অনেক…

11 hours ago

জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই, কিশতওয়ারে শহিদ জওয়ান

শ্রীনগর : সেনাবাহিনীর (Indian Army) সঙ্গে কিশতওয়ারের জঙ্গলে লুকিয়ে থাকা জঙ্গিদের গুলির লড়াই শুরু হয়েছিল…

11 hours ago

ট্রাম্পের শুল্কতোপের মুখেও অনড় ইউরোপের ঐক্য, পাল্টা পরিকল্পনা

ওয়াশিংটন: ইউরোপের দেশগুলির উপর শুল্কের ভার চাপিয়ে গ্রিনল্যান্ড (Greenland_America) দখল করার কৌশল নিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট…

11 hours ago