সংবাদদাতা, আলিপুরদুয়ার : ১৮ ফেব্রুয়ারি শিব চতুর্দশীর পুজো উপলক্ষে জয়ন্তীর মহাকাল মন্দিরের পুজো ঘিরে জেলা প্রশাসনের প্রস্তুতি এখন তুঙ্গে। পুজোর দিন প্রচুর মানুষের সমাগম হবে মহাকাল মন্দিরে। পুণ্যার্থীদের জন্য উত্তরবঙ্গ পরিবহণ নিগম অতিরিক্ত ছয়টি বাস দিয়ে সেই দিন আঠারোটি ট্রিপ চালাবে।
আরও পড়ুন-লোকসভায় বিজেপির পাশা উল্টাবেন নেত্রী : শত্রুঘ্ন
জেলা পুলিশের পক্ষ থেকে পুণ্যার্থীদের সহায়তা করতে ও সংরক্ষিত বনাঞ্চলে বনকর্মীদের সঙ্গে যৌথভাবে আইনশৃঙ্খলা রক্ষা করার কাজে প্রায় ছয়শো পুলিশ কর্মী নিয়োজিত থাকবে। বন দফতরের তরফ থেকে বক্সা গেট ১৬ তারিখ থেকে ১৯ তারিখ পর্যন্ত অবাধ যাতায়াতের জন্য খুলে দেওয়া হয়েছে। ইতিমধ্যেই জেলা পুলিশ সুপার ওয়াই রঘুবংশী সমস্ত প্রস্তুতি খতিয়ে দেখেছেন। পাশাপাশি জেলা তৃণমূলের সভাপতি প্রকাশ চিক বাড়াইকও বৃহস্পতিবার পরিদর্শন করেন জয়ন্তী এলাকা।