প্রতিবেদন : মোহনবাগান ক্লাবের সদস্যপদ নবীকরণের সময়সীমা আরও বাড়ল। নির্বাচনী বোর্ডের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত বিচারপতি অসীমকুমার রায় গত শনিবারই এই ঘোষণা করেছিলেন। মঙ্গলবার শতাব্দীপ্রাচীন ক্লাবের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তি জানানো হয়েছে, যে সব সদস্যদের সদস্যপদ নবীকরণ করা হয়নি, তাঁরা ৯ এপ্রিল থেকে ২৯ এপ্রিলের মধ্যে বকেয়া চাঁদা জমা দিয়ে সদস্যপদ নবীকরণ করতে পারবেন। যে সদস্যরা এই সময়সীমার মধ্যে সদস্যপদ নবীকরণ করবেন না, তাঁরা মোহনবাগান ক্লাবের নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না।
আরও পড়ুন-সিরাজের আগুনে ফর্মই কাঁটা সঞ্জুদের
ওই বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, ঘোষিত সময়সীমার মধ্যে শুধুমাত্র রবিবার এবং জাতীয় ছুটির দিন ছাড়া বাকি সব দিন সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মোহনবাগান ক্লাব তাঁবুতে সদস্যপদ নবীকরণ করাতে পারবেন সদস্যরা। ক্লাব সূত্রের খবর, সদস্যপদ নবীকরণের প্রক্রিয়ার চূড়ান্ত সময়সীমা শেষ হওয়ার পরেই নির্বাচনের দিনক্ষণ স্থির করা হবে।