প্রতিবেদন : একদিকে জমজমাট মিউজিক অ্যালবাম লঞ্চ। অন্যদিকে, মুক্তির একদিন আগেই স্পেশাল স্ক্রিনিংয়ে হাউসফুল শো। ‘রক্তবীজ’ ছবির টানটান গল্পের রেশ ধরেই মানুষকে প্রেক্ষাগৃহে টানছে শিবপ্রসাদ-নন্দিতার এবারের পুজোর ছবি ‘রক্তবীজ ২’ (Raktabeej 2) ও। ২৫ সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে মেগা স্টারকাস্টের এই ছবি। দেশের রাষ্ট্রপতিকে খুনের চক্রান্ত। তার উপর ভিত্তি করেই টানটান স্ক্রিপ্ট আর উত্তেজনা। প্রতি পরতে পরতে রয়েছে সাসপেন্স। বহু আলোচনা, বহু বিতর্ক। মানুষের আগ্রহ বাড়িয়ে দিয়েছে রক্তবীজ-২। আর মুক্তির আগের দিন, বুধবার নটী বিনোদিনী প্রেক্ষাগৃহে স্পেশাল শো। ঝুলছে হাউসফুল বোর্ড। বুধের সন্ধ্যায় মেট্রোপলিটন দুর্গাবাড়িতে হই হই করে হয়ে গেল ‘রক্তবীজ ২’-এর মিউজিক অ্যালবাম লঞ্চ। মঞ্চ ছিল চাঁদের হাট। ছিলেন পরিচালক জুটি শিবপ্রসাদ ও নন্দিতা মুখোপাধ্যায়, আবির চট্টোপাধ্যায়, মিমি চক্রবর্তী, অঙ্কুশ হাজরা, কৌশানী মুখোপাধ্যায়, কাঞ্চন মল্লিক, শ্রীময়ী চট্টরাজ, ইমন চক্রবর্তী-সহ বিশিষ্টজনেরা। মিউজিক লঞ্চেও দর্শকদের মধ্যে সিনেমা ও তার কলাকুশলীদের নিয়ে ছিল চূড়ান্ত উন্মাদনা। ‘রক্তবীজ’ দর্শকদের মনে যে ছাপ ফেলেছিল, তার রেশ ধরেই উন্মাদনা তৈরি করেছে রক্তবীজ-২ (Raktabeej 2)। পুজোয় বাংলা ছবির রমরমা বাজার বহুদিন পর।
আরও পড়ুন-পুজো কাটান রাজবাড়িতে