প্রতিবেদন: পহেলগাঁওয়ে নৃশংস জঙ্গি হামলার ঘটনায় সারা বিশ্বে তীব্র ধিক্কার আর নিন্দার মুখে পড়ে এবার রীতিমতো অসভ্যতা শুরু করে দিল পাকিস্তান। লন্ডনে পাকিস্তান হাইকমিশনের সামনে ভারতীয় বিক্ষোভকারীদের দেখে ইশারায় গলা কেটে দেওয়ার হুমকি দিলেন পাকিস্তান হাইকমিশনের এক আধিকারিক। সেইসঙ্গে কুৎসিত অঙ্গিভঙ্গিও। মুহূর্তে সেই ভিডিও ভাইরাল হল সোশাল মিডিয়ায়৷ বিশ্বজুড়ে উঠল নিন্দার ঝড়।
শুক্রবারের ঘটনা। ২২ এপ্রিল পহেলগাঁওয়ে জঙ্গি হামলার প্রতিবাদে বিক্ষোভে উত্তাল হয়ে উঠল লন্ডনের লাউন্ডস স্কোয়্যার৷ স্থানীয় সময় শুক্রবার বিকেলে পাকিস্তানের হাইকমিশনারের কার্যালয়ের সামনে বিক্ষোভে শামিল হন লন্ডনে থাকা ভারতীয়দের একটি বড় অংশ৷ সঙ্গে ফ্লেক্স-ব্যানার-পোস্টার। তাতে লেখা ‘অল আইজ অন পহেলগাঁও’। পহেলগাঁওয়ে জঙ্গিদের হামলার নিন্দায় পাকিস্তানের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছিলেন তাঁরা৷ ভারতীয়দের হাতে তেরঙ্গা পতাকা থেকে শুরু করে ছিল প্রতিবাদী পোস্টার ৷ সেই সময়ই পাক কূটনীতিকের এমন অসভ্যতা। নিমেষের মধ্যে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। আগুনে ঘি পড়ে পাক হাইকমিশনের অফিসে টাঙানো একটি ব্যানার দেখে। লেখা ছিল, পাকিস্তান কাশ্মীরিদের পাশে আছে। এখানেই শেষ নয়, ঠিক সেই সময় হাইকমিশনের বারান্দায় বেরিয়ে আসেন এক পাকিস্তানি কূটনীতিক৷ তাঁর হাতে ভারতীয় বায়ুসেনার ক্যাপ্টেন অভিনন্দন বর্তমানের ছবি আঁকা পোস্টার৷ ক্যাপ্টেনের হাতে চায়ের কাপ৷ পোস্টারে লেখা তাঁর বিখ্যাত উক্তি, চা-টা কিন্তু দারুণ ছিল৷ ক্যাপ্টেনের সৌজন্যবোধকে বিদ্রুপ পাক হাইকমিশনের আধিকারিকের।
আরও পড়ুন-ভূস্বর্গের বৈসরন পর্যটকদের জন্য আগাম খোলার অনুমতি দিল কে? গভীর রহস্য প্রশাসনের ভূমিকায়
এরই সঙ্গে ওই পাক কূটনীতিক ভারতীয়দের উদ্দেশ্যে গলা কেটে দেওয়ার ভঙ্গি দেখাতে থাকেন৷ পাক হাইকমিশনের কূটনীতিকের এমন ঔদ্ধত্য এবং অসৌজন্য দেখে ব্যাপক উত্তেজিত হয়ে পড়েন ভারতীয় বিক্ষোভকারীরা। পরিস্থিতি সামাল দিতে হাইকমিশনারের সামনে কড়া প্রহরার ব্যবস্থা করা হয়েছে৷ কোনও অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে তার জন্য কার্যালয়কে ঘিরে রেখেছে মেট্রোপলিটন পুলিশ৷ সেই সময়ের ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেছেন লন্ডনের ভারতীয়রা৷
লন্ডন থেকে ফ্রেন্ডস অফ ইন্ডিয়া সোসাইটি ইন্টারন্যাশনাল-এর এক মুখপাত্র বলেন, আমাদের হাতে ভারতের তেরঙ্গা পতাকা এবং প্ল্যাকার্ড ছিল৷ তাতে লেখা ‘স্টপ টেররিজম’৷ পাকিস্তানের সমর্থিত জঙ্গিরা পহেলগাঁওয়ে নিরপরাধ মানুষকে হত্যা করেছে ৷ আমরা তার নিন্দা করতে এখানে এসেছি৷ আমরা চাই, আন্তর্জাতিক স্তরে কড়া ব্যবস্থা নেওয়া হোক৷ ব্রিটিশ সরকার ভারতের পাশে থাকুক৷