প্রতিবেদন : গত কয়েকদিন ধরেই রাজধানী দিল্লি-সহ উত্তর-পশ্চিম ও উত্তর ভারতে তাপমাত্রার পারদ ক্রমশ চড়ছে। বলা যায়, উত্তর ও উত্তর-পশ্চিম ভারতের বিভিন্ন অঞ্চলে আকাশ থেকে যেন আগুন ঝরছে। এই কারণে শনিবার দিল্লির একাধিক এলাকায় ‘কমলা’ সতর্কতা জারি করা হয়েছিল। রবিবারের জন্য নতুন করে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। শনিবার মৌসম ভবন জানিয়েছে, রবিবার দিল্লিতে তাপমাত্রা ৪৭ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছতে পারে। তাই দিল্লিতে আগাম জারি করা হয়েছে হলুদ সর্তকতা। তবে শুধু দিল্লিই নয়, গুজরাত, রাজস্থান, হরিয়ানা, পাঞ্জাবের মতো উত্তর-পশ্চিম ভারতের রাজ্যগুলিতে গত কয়েকদিন ধরেই চলছে তীব্র তাপদাহ। প্রবল গরমের কারণে বেলা ১০টার পর পথঘাট শুনশান। এমনকী, গণপরিবহণেও দেখা মিলছে না যাত্রীদের। চলতি বছরের মার্চ মাস থেকেই তাপপ্রবাহের কবলে পড়েছে দিল্লি। এপ্রিল মাসে দিল্লিতে তিনটি তাপপ্রবাহ হয়। এরপর মে মাসে ফের তাপপ্রবাহ শুরু হয়েছে।
আরও পড়ুন-মাহিন্দার গ্রেফতারি চেয়ে মামলা
সাধারণভাবে যদি সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রির বেশি হয় এবং তা স্বাভাবিকের থেকে ৪.৫ ডিগ্রি বেশি থাকে তাহলে তাকে তাপপ্রবাহ হিসেবে ধরা হয়। আবহাওয়াবিদরা জানিয়েছেন, দুর্বল পশ্চিমি ঝঞ্ঝার কারণেই এই পরিস্থিতি তৈরি হয়েছে। ১৯৫১ সালের পর চলতি বছরে দ্বিতীয় উষ্ণতম এপ্রিলের মুখোমুখি হয়েছে দিল্লি। যেখানে সর্বোচ্চ গড় তাপমাত্রা ছিল ৪০.২ ডিগ্রি সেলসিয়াস। এপ্রিলের শেষে দিল্লি ও সংলগ্ন অঞ্চলে তাপমাত্রা ৪৬-৪৭ ডিগ্রিতে পৌঁছেছিল। সাধারণত এপ্রিলে দিল্লি ১২.২ মিলিমিটার বৃষ্টি পেয়ে থাকে। কিন্তু এবার দিল্লিতে বৃষ্টি হয়েছে মাত্র ০.৩ মিলিমিটার। মার্চে দিল্লিতে বৃষ্টি হয়নি। তবে মৌসম ভবন জানিয়েছে, পশ্চিমি ঝঞ্ঝার কারণে সোমবার থেকে দিল্লির আকাশ থাকবে মেঘলা।
আরও পড়ুন-এখনও অনেকে নিখোঁজ, অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল
বজ্রপাত-সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। সে কারণে পারদ ৪১ ডিগ্রিতে নেমে আসতে পারে। মৌসম ভবনের তথ্য বলছে, শুক্রবার রাজস্থানের শ্রীগঙ্গানগরে তাপমাত্রার পারদ ৪৮.১ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছয়। বিকানেরের, চুরুতে তাপমাত্রা ছিল ৪৭ ডিগ্রি সেলসিয়াস। আজমেরে পারদ ছিল ৪৫.২ ডিগ্রি। উত্তরপ্রদেশে সবচেয়ে উষ্ণ শহর ছিল আগ্রা, যেখানে পারদ ছুঁয়েছে ৪৫.৫ ডিগ্রি। দিল্লির নজফগড়ের তাপমাত্রা ৪৬ ডিগ্রি ছাড়িয়েছে। জাফরপুর ও মঙ্গেশপুরে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যথাক্রমে ৪৫.৬ ডিগ্রি এবং ৪৫.৪ ডিগ্রি। যা স্বাভাবিকের থেকে ৬ ডিগ্রি বেশি। প্রীতমপুরায় পারদ ৪৪.৭ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। সফদরজং অবজারভেটরিতে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪২.৫ ডিগ্রি সেলসিয়াস।