মালদহ মেডিক্যাল কলেজে হল আই ব্যাঙ্কের সূচনা

এই প্রথম গৌড়বঙ্গের কোনও মেডিক্যাল কলেজে এই পরিষেবা চালু হল। রাজ্য স্বাস্থ্য দফতরের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন মালদহ জেলাবাসী

Must read

সংবাদদাতা, মালদহ : স্বাস্থ্য দফতরের উদ্যোগে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চালু হল আই ব্যাঙ্ক। এদিন আই ব্যাঙ্কের উদ্বোধন করেন রাজ্য স্বাস্থ্য দফতরের নোডাল আধিকারিক অনিল কুমার ঘাঁটা। কর্নিয়া জনিত কারণে অন্ধত্ব দূরীকরণ করার লক্ষ্যেই আই ব্যাঙ্ক খোলা হয়েছে বলে জানা গিয়েছে।

আরও পড়ুন-ন্যায্য পেনাল্টি থেকে বঞ্চিত হয়েছে ব্রাজিল, রেফারির ভুল স্বীকার কনমেবলের

নির্দিষ্ট একটি প্রক্রিয়ার মাধ্যমে এখানে চক্ষুদান করা যাবে। একেবারে বিনামূল্যে কর্নিয়া প্রতিস্থাপন করা হবে। এই প্রথম গৌড়বঙ্গের কোনও মেডিক্যাল কলেজে এই পরিষেবা চালু হল। রাজ্য স্বাস্থ্য দফতরের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন মালদহ জেলাবাসী। যে কেউ এখানে চক্ষু দান করতে পারেন। দান করা কর্নিয়া দিয়ে দৃষ্টিহীনদের তা প্রতিস্থাপন করে অন্ধত্ব দূরীকরণ করার প্রয়াস করা হবে। এ বিষয়ে স্বাস্থ্য অধিকর্তা অনিল কুমার ঘাঁটা জানান, স্বাস্থ্য দফতরের উদ্যোগে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে আই ব্যাঙ্ক পরিষেবা চালু হল। কর্নিয়া প্রতিস্থাপনের মাধ্যমে অন্ধত্ব দূরীকরণ করা সম্ভব হবে।

Latest article