বঙ্গ

ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি রাজ্যের, ক্ষুব্ধ ইউজিসি, মৃত্যুর পর ঘুম ভাঙল রেজিস্ট্রারের

প্রতিবেদন : যাদবপুরে ছাত্র-মৃত্যুর ঘটনায় এবার ৪ সদস্যের ফ্যাক্ট ফাইন্ডিং টিম গঠন করল রাজ্যের উচ্চশিক্ষা দফতর। আগামী ২ সপ্তাহের মধ্যে ফ্যাক্ট ফাইন্ডিং টিম (fact finding committee) রিপোর্ট পেশ করবে। দেরিতে হলেও ঘুম ভাঙল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের। হস্টেল ও ক্যাম্পাসের পরিবেশ বজায় রাখতে জারি হল একগুচ্ছ নির্দেশিকা। ছাত্র-মৃত্যুর ঘটনায় এবার কড়া অবস্থান নিল ইউজিসি বা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। বৃহস্পতিবার রাজ্য শিশু সুরক্ষা কমিশনও বিশ্ববিদ্যালয়ের জবাবে তীব্র অসন্তোষ প্রকাশ করেছে।

যাদবপুরের ঘটনার পরই কড়া অবস্থান নিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঘটনার পরই তিনি মৃতের বাবার সঙ্গে ফোনে কথা বলেন। এবার এই ঘটনার তদন্তে ৪ সদস্যের কমিটি গঠন করল রাজ্যের উচ্চশিক্ষা দফতর। তদন্ত শেষ করে ১৪ দিনের মধ্যে শিক্ষা দফতরকে রিপোর্ট দেবে। এদিনই ক্যাম্পাসে ঢোকা নিয়ে বিধিনিষেধ জারি করল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। রেজিস্ট্রার স্নেহমঞ্জু বসু এ-সংক্রান্ত এক নির্দেশিকা জারি করেন। নির্দেশিকায় বলা হয়েছে, রাত ৮টা থেকে সকাল ৭টা পর্যন্ত ক্যাম্পাসে ঢুকতে গেলে বাধ্যতামূলক পরিচয়পত্র দেখাতে হবে। পড়ুয়ারাও তা দেখাতে বাধ্য থাকবেন। অন্য যাঁরা আসবেন, তাঁদেরও পরিচয়পত্র দেখিয়ে প্রবেশ করতে হবে। গেটে থাকা রেজিস্ট্রারে প্রবেশের সময় যাঁর সঙ্গে দেখা করতে যাচ্ছেন তার তথ্য নথিভুক্ত করতে হবে। বিশ্ববিদ্যালয়ের স্টিকার ছাড়া কোনও গাড়ি ঢুকতে পারবে না। ক্যাম্পাসে মাদক নেওয়া কঠোরভাবে নিষিদ্ধ। মাদক নেওয়ার সময় ধরা পড়লে কড়া ব্যবস্থা নেওয়া হবে। বিশ্ববিদ্যালয়ের প্রতিটি গেট, হস্টেলে সিসিটিভি বসবে। তবে হস্টেলে কবে সিসিটিভি বসানো হবে তা স্পষ্ট করে বলা হয়নি। বৃহস্পতিবার থেকেই এই নির্দেশিকা লাগু হয়েছে। নির্দেশিকা নিয়েও উঠছে প্রশ্ন। কারণ, এর আগেও এই নির্দেশিকা জারি করা হয়েছিল। কিন্তু তাতে কোনও ফল হয়নি।

আরও পড়ুন-সুপার-ডিন থেকে নিরাপত্তারক্ষীকে জেরা পুলিশের


র‍্যাগিংয়ে শীর্ষে বিজেপি রাজ্য

* বিজেপির জন্যই সারা ভারতবর্ষে র‍্যাগিং বৃদ্ধি
* অ্যান্টি র‍্যাগিং সেল জানাচ্ছে, ২০২১ সালে ৫১১টি র‍্যাগিংয়ের ঘটনা ঘটেছে দেশ জুড়ে
* অধিকাংশই ঘটেছে মেডিক্যাল কলেজে। যেগুলির শীর্ষে রয়েছে উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ ও বিজেপি শাসিত রাজ্যগুলি

এই ঘটনায় ইউজিসি কঠোর অবস্থান নেওয়ায় আরও বিপাকে পড়েছেন কর্তৃপক্ষ। ছাত্র-মৃত্যু নিয়ে যাদবপুর কর্তৃপক্ষ যে রিপোর্ট পাঠিয়েছিলেন, তাতে তীব্র অসন্তোষ প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বা ইউজিসি। গত রবিবারই এই রিপোর্ট চেয়েছিল তাঁরা। সোমবার রিপোর্ট পাঠানোর পর কর্তৃপক্ষ দাবি করেছিলেন, তাঁদের জবাবে সন্তুষ্ট ইউজিসি। বৃহস্পতিবার ফের যাদবপুর কর্তৃপক্ষের কাছে ১২টি প্রশ্নের জবাব চেয়ে পাঠিয়ে ইউজিসি জানিয়ে দিয়েছে, আগের রিপোর্টে তারা মোটেও সন্তুষ্ট নয়। ২৪ ঘণ্টার মধ্যে জবাব চেয়েছে তারা। নাহলে কড়া ব্যবস্থারও হুঁশিয়ারি দেওয়া হয়েছে। ইউজিসির মতোই বিশ্ববিদ্যালয়ের জবাবে তীব্র অসন্তোষ প্রকাশ করেছে রাজ্য শিশু সুরক্ষা কমিশনও।
এর মধ্যেই শিক্ষা প্রতিষ্ঠানে র‍্যাগিং নিয়ে বিজেপিকে তীব্র আক্রমণ করেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। কুণাল বলেন, গোটা দেশ থেকে ইউজিসির কাছে ৫১১টি র‍্যাগিংয়ের অভিযোগ জমা পড়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি অভিযোগ এসেছে উত্তরপ্রদেশ ও মধ্যপ্রদেশের মতো বিজেপি-শাসিত রাজ্যগুলি থেকে। পরিসংখ্যান বলছে, বিজেপি-শাসিত রাজ্যের মেডিক্যাল কলেজগুলিতেও র‍্যাগিংয়ের অভিযোগ বেশি। এই বিজেপির র‍্যাগিং নিয়ে কথা বলে কোনও মুখে।

Jago Bangla

Recent Posts

রাজ্যে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা

প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…

23 minutes ago

সর্বকনিষ্ঠ সভাপতি, নেপথ্যে কোন অঙ্ক?

নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…

28 minutes ago

সিআরপিএফ ক্যাম্পে অমানুষিক নির্যাতনের শিকার নাবালিকা, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করল ক্ষুব্ধ তৃণমূল

নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…

36 minutes ago

‘তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি’

দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…

41 minutes ago

হাড় নিরাময়কারী আঠা

অর্থোপেডিক সার্জারির এক নতুন দিগন্ত। হাড় বা অস্থি, দেহের অন্যতম শক্ত অংশ যা আমাদের শরীরের…

50 minutes ago

স্মৃতিদের পাঁচে পাঁচ

বরোদা, ১৯ জানুয়ারি : ডব্লুপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর স্বপ্নের দৌড় অব্যাহত। সোমবার গুজরাট জায়ান্টসকে ৬১…

1 hour ago