ব্যর্থ প্রশাসন! ৮ ফুটের কুমির কাঁধে হাজির টাইগার

এখানেই শেষ নয়, সিনেমার ভঙ্গিতে কাঁধে চাপিয়ে ঘর থেকে বেরিয়ে এলেন তিনি। ইতিমধ্যেই এমন একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়।

Must read

রাজস্থানের (Rajasthan) কোটায় বিশালাকায় এক কুমিরের ভয়ে ঘরবন্দি হওয়ার অবস্থা হয়েছিল গোটা গ্রামের। বারবার বলেও গ্রামবাসীদের বাঁচাতে দেখা মেলেনি প্রশাসনের। শেষপর্যন্ত এটাওয়া থেকে ডাক পড়ল হায়াত খান টাইগারের। প্রশাসনকে একপ্রকার বুড়ো আঙ্গুল দেখিয়েই হায়াত এক ঘণ্টার মধ্যেই কাবু করে ফেললেন বিশাল সেই কুমিরকে। এখানেই শেষ নয়, সিনেমার ভঙ্গিতে কাঁধে চাপিয়ে ঘর থেকে বেরিয়ে এলেন তিনি। ইতিমধ্যেই এমন একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়।

আরও পড়ুন-কালীপুজো উপলক্ষ্যে ১৫ অক্টোবর বৈঠকে নগরপাল

ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, আট ফুট লম্বা প্রায় ৮০ কিলো ওজনের একটা কুমিরকে কাঁধে গামছা ফেলার মতো করে নিয়ে বেরিয়ে এলেন হায়াত খান। চোখে মুখে ভয় তো দূর খেলার পুতুলের মত সেই কুমির নিয়ে হাঁটছেন তিনি। রাজস্থানের কোটার বানজারি গ্রামে লতুর লালের বাড়ির সামনে একটা বড় দীঘি আছে আর সেখানে প্রচুর কুমির আছে বলে সকলেই জানে। শুক্রবার রাত দশটা নাগাদ সপরিবারে বাড়ির উঠোনে বসে গল্প করছিলেন লতুরা। হঠাৎ দিঘি থেকে একটা কুমির ঢুকে পড়ে বাড়িতে। অন্ধকারে প্রথমে বুঝতে না পারলেও পরে ওটা কুমির বুঝতে পেরে ভয়ে ছোটাছুটি শুরু করে দেন সবাই। এরপরেই খবর দেওয়া হয় বন্যপ্রাণ রক্ষাকারী হায়াত খানকে। খবর পেয়েই দুই সহকারিকে নিয়ে সেখানে যান হায়াত।

আরও পড়ুন-ত্রিপুরায় ১৪ মাসের শিশুকে ধর্ষণ করে খুন!

হায়াতের কুমির ধরার পর মন্তব্য শুনে সকলের চক্ষু চড়কগাছ। তিনি হালকা মেজাজেই বলেন প্রথমে কুমিরটাকে ধরে মুখটা বেঁধে দিয়েছেন। তারপরে লেজ ধরে সামনে আর পিছনের পা বেঁধে ফেলেছেন। তারপরেই কুমিরটাকে কাঁধে করে নিয়ে হাঁটতে হাঁটতে একটা গাড়িতে তুলে দেন হায়াত। পরে যদিও তিনি কুমিরটিকে চম্বল নদীতে ছেড়ে দেন। কিন্তু গ্রামবাসীদের আতঙ্ক কাটেনি এখনও। তাঁদের দাবি, কুমিরের সংখ্যা অনেকটাই বেড়ে গিয়েছে। মাঝে মধ্যেই এলাকার অনেকের বাড়িতে ঢুকে পড়ে। বারবার বলেও এর স্থায়ী কোন সমাধান সরকারের তরফে আসছেনা বলেও অভিযোগ করেন তারা।

Latest article