ব্যর্থ কেন্দ্রের দৌত্য? ইয়েমেনে ১৬ জুলাই ফাঁসি নিমিশার

আগামী ১৬ জুলাই ফাঁসিতে ঝোলানো হবে ইয়েমেনি নাগরিককে খুনের দায়ে মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত কেরলের তরুণী নিমিশা প্রিয়াকে।

Must read

প্রতিবেদন: আগামী ১৬ জুলাই ফাঁসিতে ঝোলানো হবে ইয়েমেনি নাগরিককে খুনের দায়ে মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত কেরলের তরুণী নিমিশা প্রিয়াকে। গত বছরের ৩০ ডিসেম্বরই পেশায় নার্স প্রিয়ার মৃত্যুদণ্ডের সাজায় সিলমোহর দিয়েছিলেন ইয়েমেনের প্রেসিডেন্ট রাশাদ আল আলিমি। তারপর কেন্দ্রের তরফে ফাঁসি রদের চেষ্টা হলেও তা কাজে লাগেনি বলে জানা গিয়েছে। ভারতের বিদেশ মন্ত্রকের তরফ থেকে নিমিশার ফাঁসি রদের উদ্যোগ নেওয়া হয়। মৃত্যুদণ্ড যাতে না হয় সেই চেষ্টা চালানো হয়। কিন্তু কোনও লাভ হয়নি।

আরও পড়ুন-এখনও পদত্যাগে নারাজ, কীভাবে হবে বিতর্কিত বিচারপতি ভার্মার অপসারণ?

কেন ইয়েমনে ফাঁসির সাজা পেতে হল ভারতীয় মেয়ে নিমিশা প্রিয়াকে? কেরলের পালাক্কড় জেলার বাসিন্দা পেশায় নার্স নিমিশা তাঁর স্বামী টমি থমাস এবং মেয়েকে নিয়ে ইয়েমেনে থাকতেন। ২০০৮ সাল থেকে সেখানকার এক বেসরকারি হাসপাতালে কাজ করতেন নিমিশা। ২০১৪ সালে তাঁর স্বামী এবং ১১ বছরের কন্যা ভারতে ফিরে এলেও ইয়েমেনেই নিজের ক্লিনিক স্বপ্ন নিয়ে থেকে যান তিনি। ওই বছরই ইয়েমেনি নাগরিক তালাল আব্দো মাহদির সঙ্গে যোগাযোগ হয় নিমিশার। কিন্তু মাহদি তাঁকে নতুন ক্লিনিক খুলতে সাহায্য করার কথা বলেও পরে প্রতিশ্রুতিভঙ্গ করে অত্যাচার শুরু করেন। প্রাণ বাঁচাতেই মাহদিকে খুন করেছিলেন নিমিশা।

Latest article