‘ব্যর্থ স্বরাষ্ট্রমন্ত্রী’, দিল্লি বিস্ফোরণের ঘটনায় গর্জে উঠল মহুয়া মৈত্র

গতকালের দিল্লি (Delhi) বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৩। সময়ের সাথে এই সংখ্যা আরও বাড়তে পারে বলেই মনে করা হচ্ছে।

Must read

গতকালের দিল্লি (Delhi) বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৩। সময়ের সাথে এই সংখ্যা আরও বাড়তে পারে বলেই মনে করা হচ্ছে। সোমবার সন্ধ্যায় লালকেল্লার কাছে ঘটে ভয়াবহ বিস্ফোরণে উড়ে যাওয়া গাড়ির স্টিয়ারিং ছিল সন্দেহভাজন ডঃ উমরের হাতে। জম্মু ও কাশ্মীরের পুলওয়ামার বাসিন্দা তিনি। দিল্লি বিস্ফোরণে ব্যবহৃত গাড়িটি পুলওয়ামার বাসিন্দা তারিক নামে এক যুবককে বিক্রি করা হয়েছিল ভুয়ো নথি দিয়ে। এই ঘটনায় নিন্দায় সরব হয়েছে বিভিন্ন মহল।

আরও পড়ুন-লালকেল্লায় বিস্ফোরণের ঘটনায় দিল্লি পুলিশকে কাঠগড়ায় তুললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

এমতাবস্থায় অমিত শাহকে ট্যাগ করে মহুয়া মৈত্র নিজের সোশ্যাল হ্যান্ডেলে লেখেন, ”দেশে একজন দক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর প্রয়োজন, বিদ্বেষ প্রচারে “সিদ্ধহস্ত” মন্ত্রীর নয়। আমাদের সীমান্ত এবং শহরগুলিকে রক্ষা করার দায়িত্ব কি অমিত শাহর নয়? কেন তিনি সব দিক দিয়ে এভাবে ব্যর্থ হচ্ছেন তিনি?”

আরও পড়ুন-তিন দিনের জন্য বন্ধ লাল কেল্লা! বিস্ফোরণে ব্যবহৃত IED, কাশ্মীরে আটক ২

প্রসঙ্গত, ফরেনসিক দল ঘটনাস্থলে পৌঁছেছে এবং বিস্ফোরণের উৎস এবং ব্যবহৃত পদার্থের নমুনা সংগ্রহ করেছে। নাশকতার আশঙ্কা একেবারেই উড়িয়ে দেওয়া হচ্ছে না। গাড়িটি লালকেল্লার কাছেই প্রায় তিন ঘণ্টা ধরে দাঁড়িয়ে ছিল। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা গিয়েছে দুপুর ৩:১৯ থেকে সন্ধ্যা ৬:৪৮ পর্যন্ত লালকেল্লার এক নম্বর গেটের কাছে গাড়িটি দাঁড়িয়ে ছিল। বিস্ফোরণের ঠিক আগেই চলতে শুরু করে গাড়িটি। আত্মঘাতী জঙ্গি হামলা কি না সেই বিষয়ে নিশ্চিত না হলেও তথ্যপ্রমাণ সেই দিকেই ইঙ্গিত করছে। রাজনৈতিক মহলে প্রশ্ন উঠছে কিভাবে দেশের সুরক্ষা এভাবে সংকটে ফেলা যায়!

 

Latest article