আউটরাম ঘাট থেকে মেলার সূচনা: প্রস্তুতি খতিয়ে দেখতে যাচ্ছেন মুখ্যমন্ত্রী

প্রতিবছরের মতোই সশরীরে গঙ্গাসাগরে গিয়ে পুণ্যার্থীদের জন্য মেলার ব্যবস্থা ও তার যাতায়াতের প্রস্তুতি খতিয়ে দেখেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

Must read

প্রতিবছরের মতোই সশরীরে গঙ্গাসাগরে গিয়ে পুণ্যার্থীদের জন্য মেলার ব্যবস্থা ও তার যাতায়াতের প্রস্তুতি খতিয়ে দেখেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মকর সংক্রান্তির পুণ্যস্নানের জন্য গোটা দেশ থেকে যে পুণ্যার্থীরা যাবেন গঙ্গাসাগরে তার একটা বড় অংশ আসেন কলকাতা শহরের একাধিক ঘাটে। সেখানে প্রশাসনের প্রস্তুতি কেমন, তা খতিয়ে দেখে যাত্রার সূচনা করতে বুধবারই আউটরাম ঘাটে যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন-একাই ২০০, আমনের তাণ্ডবে ছারখার বাংলা

গঙ্গাসাগরে রওনা দেওয়ার আগে গোটা দেশ থেকে পুণ্যার্থীরা এসে বাবুঘাট, আউটরাম ঘাটে তাবু ফেলেন। মকরের পুণ্য লাভের আশায় এক প্রকার গঙ্গাসাগরের আগেই এই আউটরামঘাট হয়ে ওঠে – এই ভারতের মহামানবের মিলন তীর্থ। বুধবার সেখান থেকেই গঙ্গাসাগর যাত্রার সূচনা করবেন মুখ্যমন্ত্রী। সেইসঙ্গে খতিয়ে দেখবেন পার্বণের আগে যোগ দিতে আসা মানুষের জন্য প্রশাসনিক প্রস্তুতি কেমন রয়েছে।

Latest article