সংবাদদাতা, জয়দেব : জমে উঠল অজয়তীরের বাউলমেলা। ভোরে মকরস্নানের প্রতীক্ষায় পুণ্যার্থীরা। স্নানের সুবিধার জন্য হিংলো বাঁধ থেকে জল ছাড়া হয়। পুণ্যার্থীদের জন্য কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। অজয়ের চরেই বসে জয়দেবের কেঁদুলি মেলা৷ শনিবার বিকেলে মেলার উদ্বোধন করলেন মন্ত্রী চন্দ্রনাথ সিংহ। মেলায় আসা দর্শনার্থীদের সুবিধার কথা ভেবে প্রশাসনের তরফে বেশ কিছু ব্যবস্থা নেওয়া হয়েছে৷ মেলামুখী মানুষ পুণ্যস্নানের পর বীরভূমের রাধাবিনোদ মন্দিরে পুজো দেন পুণ্যার্থীরা।
আরও পড়ুন-উসকানি দিতে গিয়ে
কেঁদুলি মেলায় দূর-দূরান্ত থেকে আসেন সাধক, ফকির, বাউলরা। বাউল গানের মরমিয়া সুরের ছোঁয়া মেলার মাঠে। জয়দেব মেলা পুণ্যার্থীদের সমাগমের কারণে বীরভূম ও বর্ধমান দুই জেলার পুলিশ তৎপর রয়েছে৷ একদিকে আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কাঁকসা থানা নজর রাখছে মেলার পরিস্থিতির উপরে। অন্যদিকে, বীরভূম জেলা পুলিশের তরফে কড়া নিরাপত্তা জারি রয়েছে। পর্যাপ্ত পুলিশ কর্মী থাকছেন মেলায়। ড্রোন ক্যামেরা ও সিসিটিভি এবং ওয়াচ টাওয়ারের মাধ্যমে চলছে নজরদারি৷ মনের মানুষ থেকে বিভিন্ন আখড়ায় বাড়ছে ভিড়। মেলায় পরিচ্ছন্নতা বজায় রাখতে মোতায়েন রয়েছে প্রচুর সাফাই কর্মী। কেউ হঠাৎ অসুস্থ হয়ে পড়লে রয়েছে অ্যাম্বুল্যান্স পরিষেবাও৷ স্পিড বোট ও বিপর্যয় মোকাবিলা টিম। নদীতে যাতে স্নান করতে নেমে কোনও বিপত্তি না ঘটে তার জন্য সিভিল ডিফেন্সের কর্মীদের মোতায়েন করা হয়েছে।
‘জাগোবাংলা’য় (Jago Bangla) শুরু হয়েছে নতুন সিরিজ— ‘দিনের কবিতা’ (poem of the day)। মমতা বন্দ্যোপাধ্যায়ের…
মানুষের ছোট ছোট অসুবিধাগুলিকে দূর করে তাদের জীবন সহজ করা। সেবার মধ্যে দিয়ে কঠিন বাধা…
নাগপুর : এবারে কি সত্যিই ঘনিয়ে এল মোদির বিদায়বেলা? দলের অন্দর থেকেই সুস্পষ্ট বার্তা, অনেক…
শ্রীনগর : সেনাবাহিনীর (Indian Army) সঙ্গে কিশতওয়ারের জঙ্গলে লুকিয়ে থাকা জঙ্গিদের গুলির লড়াই শুরু হয়েছিল…
ওয়াশিংটন: ইউরোপের দেশগুলির উপর শুল্কের ভার চাপিয়ে গ্রিনল্যান্ড (Greenland_America) দখল করার কৌশল নিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট…
নয়াদিল্লি : কেন্দ্রীয় সরকারের সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার স্থগিত রাখার সিদ্ধান্তের প্রতিবাদে অভিনব পদক্ষেপ নিলেন তামিলনাড়ুর…