‘ভুয়ো’ ডিগ্রি, এমসিআইয়ের রোষানলে নাইয়া

আরজি কর আন্দোলনে স্বচ্ছ তদন্তের দাবিতে সরব হয়েছিলেন তিনি। অথচ আরজি কর আন্দোলনের নেতা আসফাকুল্লা নাইয়ার নিজের ডিগ্রিতেই স্বচ্ছতা নেই

Must read

প্রতিবেদন : আরজি কর আন্দোলনে স্বচ্ছ তদন্তের দাবিতে সরব হয়েছিলেন তিনি। অথচ আরজি কর আন্দোলনের নেতা আসফাকুল্লা নাইয়ার নিজের ডিগ্রিতেই স্বচ্ছতা নেই। সার্জেন না হয়েও নামের পাশে ভুয়ো ডিগ্রি লিখে ঘোর বিপাকে পড়লেন ডব্লুবিজেডিএফের অন্যতম হোতা আসফাকুল্লা নাইয়া। তাঁর বিরুদ্ধে যোগ্যতা না থাকা সত্ত্বেও নামের পাশে ইএনটি সার্জেন লেখার অভিযোগ উঠেছে। তার পরপ্রেক্ষিতে তাঁকে কড়া চিঠি দিলেন ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল কাউন্সিলের রেজিস্ট্রার মানস চক্রবর্তী। চিঠিতে সাতদিনের মধ্যে নাইয়াকে দেখা করার নির্দেশ দেওয়া হয়েছে। অভিযোগ প্রমাণ হলে তাঁর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে জানিয়েছেন রেজিস্ট্রার।

আরও পড়ুন-মাওবাদী বিকাশের যাবজ্জীবন বহাল রাখল হাইকোর্ট

অভিযোগ, পরীক্ষায় পাশ না করেই নামের পাশে ডিগ্রি বসিয়ে প্রাইভেট প্র্যাকটিস শুরু করেন। এ ঘটনা সামনে আসতেই আসফাকুখুল্লার সাফাই, বিনামূল্যে রোগী দেখতেন তিনি। কিন্তু তাতেও ভুয়ো ডিগ্রি লেখাটা সমর্থনযোগ্য কি? ২০২২-এ আরজি কর মেডিক্যাল কলেজে পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনি হিসেবে যোগদান করেন আসফাকুল্লা। কিন্তু প্রথম বর্ষের ছাত্র হয়েই নামের পাশে এমএস লিখতে শুরু করেন তিনি। কোন আইনে এটা করলেন নাইয়া? প্রশ্ন তোলেন ডব্লুবিজেডিএ-র আহ্বায়ক শ্রীশ চক্রবর্তী। ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সের নিয়ম অনুযায়ী, কোনও পিজিটি বেসরকারি নার্সিংহোমে বা স্বাস্থ্যকেন্দ্রে প্র্যাকটিস করতে পারেন না। এটা আইন লঙ্ঘন। অথচ হেলথ সেন্টারের চিকিৎসক তালিকায় ইএনটি বিশেষজ্ঞ হিসেবে জ্বলজ্বল করছে আসফাকুল্লা নাইয়ার নাম। পাশে লেখা এমবিবিএস (ক্যাল), এমএস (ইএনটি)। এই নিয়েই মুখ্যসচিবকে চিঠি দেন শ্রীশরা। এই অভিযোগের ভিত্তিতে নাইয়াকে চিঠি লেখেন মেডিক্যাল কাউন্সিলের রেজিস্ট্রার। তিনি লেখেন, আমরা আপনার বিরুদ্ধে একটি অভিযোগ পেয়েছি যে আপনি কোনও বিশেষ যোগ্যতা না থাকা সত্ত্বেও ইএনটি সার্জন হিসেবে প্রাকটিস করছেন। চিঠি পাওয়ার সাতদিনের মধ্যে মেডিক্যাল কাউন্সিলের রেজিস্ট্রারের সঙ্গে নাইয়াকে দেখা করার নির্দেশ দেওয়া হয়। নথিতে যদি দেখা যায়, অননুমোদিত ইএনটি যোগ্যতা নিয়ে প্র্যাকটিস করেছেন, তাহলে তাঁর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

Latest article