সম্পাদকীয়

ভুয়ো খবরের দাপট বেড়েছে ফেকুবাবুদের জমানায়

২৪ জানুয়ারি, ২০১৯। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উত্তরপ্রদেশের এলাহাবাদে কুম্ভে ডুব দিলেন। তাঁর সেই স্নানের ছবি দিয়ে মোদি-মাহাত্ম্য প্রচারের উদ্দেশ্যে বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য তাঁর ট্যুইটারে লিখলেন, ‘মোদিই হলেন প্রথম রাষ্ট্রপ্রধান, যিনি কুম্ভে স্নান করলেন।’
নিঃসন্দেহে অসত্য তথ্য। মোদির ভাবমূর্তি উজ্জ্বল করার নোংরা চেষ্টা। দুটি কারণে তথ্যটি ছিল সম্পূর্ণ ভুল। প্রথমত মোদি রাষ্ট্রপ্রধান নন। সংবিধান অনুযায়ী রাষ্ট্রপ্রধান হলেন রাষ্ট্রপতি।
দ্বিতীয়ত, এর আগে কুম্ভে এসে স্নান করেছিলেন ভারতের প্রথম রাষ্ট্রপতি রাজেন্দ্র প্রসাদ। প্রকৃত ইতিহাস না জানার জন্যই আইটি সেলের মালব্য এমন ভুলটি করেছিলেন! হতেও পারে। কিংবা হয়তো জেনেশুনে এই ভুল করা।
এখানেই শেষ নয়। আরও আছে।
অমিত মালব্য তাঁর ট্যুইটারে দাবি করেন, মোদির নোট বাতিলের পদক্ষেপকে ভূয়সী প্রশংসা করেছেন নোবেল জয়ী অর্থনীতিবিদ রিচার্ড এইচ থ্যালার। আসলে কারচুপি (Fake News) করে থ্যালারের বক্তব্যকে কাটছাঁট করে প্রচার করে মোদির বাহাদুরি ফলানো হয়েছিল। থ্যালার বলেছিলেন, ‘নোট বাতিলের পদক্ষেপ প্রাথমিকভাবে ভাল, কেননা সেটা দেশ ও সমাজকে ক্যাশলেস ব্যবস্থার দিকে এগিয়ে নিয়ে যাবে। কিন্তু ফের হাজার ও পাঁচশো টাকার নোট তুলে নিয়ে ২০০০ টাকার নোট চালু করার প্রক্রিয়াটি জঘন্য, একেবারে ফালতু।
বোঝো ঠ্যালা!
বিজেপি জেনেবুঝে বারবার সমাজমাধ্যমে বিভিন্ন সময়ে ফেক নিউজ (Fake News) ছড়িয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করেছে। সেই চারিত্রিক বৈশিষ্ট্য তারা আজও বজায় রেখেছে। ফেক নিউজের মাধ্যমে সমাজকে বিষাক্ত করার অসুস্থ প্রয়াস অব্যাহত। এভাবে মানুষকে বিভ্রান্ত করার মধ্যে রয়েছে একটা বিকার বা মনোরোগ। মিথ্যা খবর সমাজে ক্যান্সারের মতো ছড়িয়ে পড়ে, মানুষে মানুষে অবিশ্বাস গড়ে তোলে। পরস্পরবিরোধী শক্তিকে লড়িয়ে দিয়ে ফায়দা তোলার এ এক অভিশপ্ত মনোবৃত্তি। ফেক নিউজের দশচক্রে ভগবান যেমন ভূতে পরিণত হতে পারেন, তেমনই ভূতও ভগবান হয়ে উঠতে পারে। অর্থাৎ ফেক নিউজ সবসময় সত্যের পরিপন্থী।
হেনরিক ইবসেন আজ থেকে প্রায় দেড়শো বছর আগে তাঁর ‘দ্য এনিমি অব দ্য পিপল’ নাটকে দেখিয়েছিলেন কীভাবে দলবদ্ধ মিথ্যা প্রচার সত্যকে মিথ্যায় পরিণত করতে পারে। আর মিথ্যা হয়ে ওঠে শক্তিশালী এক সত্য। সেই নাটকেরই আমরা বাংলা রূপান্তর দেখেছি শম্ভু মিত্রের ‘দশচক্র’ নাটকে এবং সত্যজিৎ রায়ের ‘গণশত্রু’ চলচ্চিত্রে।
এখন বিশ্ব আমাদের হাতের মুঠোয়। বর্তমান বিশ্বে সমাজমাধ্যম এক শক্তিশালী মঞ্চ। বিদ্যুতের গতিতে এই মাধ্যম থেকে ছড়িয়ে পড়ে তথ্য, সংবাদ। মানুষ সবসময় তার সত্যাসত্য যাচাই করে দেখেন না। মানুষের অত সময় নেই। তাই মানুষ খুব সহজেই সেই সব সংবাদ বা তথ্যকে সত্য বলে ধরে নেন। কিছু কিছু খবর সমাজকে বিভ্রান্ত করে, নাড়িয়ে দেয়, অশান্তিও ডেকে আনে। আর এই সুযোগটারই সন্ধান করে কোনও কোনও রাজনৈতিক দল।
সারা বিশ্বে আজ ফেক নিউজ নিয়ে এক বিভ্রান্তিকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এ নিয়ে চিন্তিত বিভিন্ন তথ্য-প্রযুক্তি কোম্পানি। সমাজমাধ্যমে গুজব ছড়িয়ে সমাজকে যাতে কলুষিত করা না যায়, তার জন্য কয়েক বছর আগে ৩০টি কোম্পানি নিজেদের মধ্যে আলোচনায় বসে। এর মধ্যে ছিল মেটা, গুগল, ট্যুইটার, টিকটক, অ্যামাজন প্রভৃতি। তারা প্রস্তাব দেয়, গুজব ছড়িয়ে কেউ সমাজে কোনও প্রতিকূল বাতাবরণের সৃষ্টি করলে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হোক। কিন্তু ব্যবস্থা নেবে কে?
হোয়াটসঅ্যাপের মাধ্যমে ফেক নিউজ ছড়িয়ে অশান্তিতে ইন্ধন দেওয়া হয়েছে। এমনকী গুজব ছড়িয়ে জনরোষ তৈরি করে পিটিয়ে হত্যাকাণ্ডের মতো ঘটনাও ঘটেছে। উত্তরপ্রদেশের দাদরিতে ভুয়ো খবর ছড়িয়ে একলাখকে খুন করার ঘটনা মানুষ ভুলে যাননি। এমনই বহু গুজব মানুষের অস্তিত্বকে বিপন্ন করে তুলছে। বিজেপির বহু কর্মী বা নেতা অধিকাংশ ক্ষেত্রে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ফেক নিউজ ছড়ানোয় মদত দিচ্ছেন বা সরাসরি যুক্ত থাকছেন। আসলে এর পিছনে রয়েছে একটা পরিকল্পিত রাজনৈতিক লক্ষ্য। সেটি হল ক্ষমতা দখল। যেনতেনপ্রকারেণ মানুষকে বিভ্রান্ত করে ক্ষমতা দখলই তাদের এই কাজের প্রেরণা। এর জন্য বিজেপির একটি আইটি সেল আছে। সেখানে অত্যন্ত সায়েন্টিফিক উপায়ে পরিকল্পনা হয়, কোন ধরনের ফেক নিউজ ছড়িয়ে দেশের মানুষের মনকে গেরুয়া-রসে সিক্ত করা যায়। বেশ কিছুদিন আগে ভারতে ফেক নিউজের রমরমা দেখে বিবিসি একটা সমীক্ষা চালায়। তাতে বলা হয়, বিজেপি হল ফেক নিউজ ছড়ানোর ওস্তাদ। তার ধারেকাছেও কেউ নেই। ২০২০ সালে একটি রিপোর্টে দেখা যাচ্ছে, কংগ্রেস সমর্থিতদের ট্যুইটার পোস্ট হয়েছিল ১.২ লক্ষ। বিজেপি সমর্থিতরা পোস্ট করেছিলেন ২.৭ লক্ষ। তার মধ্যে দেখা গিয়েছে কংগ্রেসের পক্ষ থেকে প্রচারিত ফেক নিউজের (Fake News) সংখ্যা ১৪৭টি এবং বিজেপির পক্ষ থেকে প্রচারিত ফেক নিউজের সংখ্যা ১৭,৭৮০টি। ফেক নিউজের আসলে মূল লক্ষ্য কী? বিবিসির অন্য একটি সমীক্ষায় বিষয়গুলি ব্যাখ্যা করে বলা হয়েছে। যেমন প্রতিরক্ষা ক্ষেত্রে ভারতের আধিপত্যকে ফুলিয়ে ফাঁপিয়ে দেখানো, অর্থনৈতিক ক্ষেত্রে মোদিজির নেতৃত্বে ভারতের রকেট গতির উত্থান, ধর্মীয় সংকীর্ণতার বিষবাষ্প ছড়ানো, ভুল সাম্প্রদায়িক সংঘর্ষের খবর ছড়িয়ে দেওয়া, বিরোধী নেতাদের সম্পর্কে নানা ধরনের অসম্মানজনক মন্তব্য করা। মোদির কথা শুনলে মনে হয়, প্রতিদিন তাঁকে নেহরুর ছায়ার সঙ্গে লড়াই করতে হচ্ছে। উঠতে বসতে তাঁর সম্পর্কে নানা ধরনের অবাঞ্ছিত মন্তব্য করে নিজের গরিমা বৃদ্ধির চেষ্টা করেন তিনি।
আমরা দেখেছি, প্রধানমন্ত্রীর গুহায় গিয়ে ধ্যান করা, সাগরতলে পুজো করা, বেলাভূমিতে আবর্জনা কুড়ানো। ঘটনাগুলি দেখলে মনে হয় এই দেশ যেন এক নাট্যমঞ্চ। সেখানে প্রধান নট নানা ভূমিকায় অভিনয় করে চলেছেন। সেই অভিনয়ের জন্য তাঁর দাদাসাহেব ফালকে পুরস্কার পাওয়া উচিত। ভারতবর্ষে সম্ভবত এত বড় অভিনেতা আগে আসেননি। তাই নানা প্রশাসনিক কাজে পাহাড়প্রমাণ ব্যর্থতা সত্ত্বেও তিনি নির্বিকারে নানা প্রতিশ্রুতি দিয়ে চলেছেন। বারবার দেখা গিয়েছে, সেসব প্রতিশ্রুতি পালনের দায়বদ্ধতা তিনি দেখাননি। তা ক্রমেই আড়ালে চলে গিয়েছে। একটা অসত্য প্রতিশ্রুতি বিবর্ণ হয়ে চাপা পড়ে গিয়েছে অন্য একটা প্রতিশ্রুতির উজ্জ্বল আলোয়। মনে রাখা দরকার ১৫ লক্ষ টাকা সকলের অ্যাকাউন্টে ঢুকিয়ে দেবেন, এমন একটা বিশাল মিথ্যা, ফাঁপা প্রতিশ্রুতির উপর ভর করে তিনি প্রথম ক্ষমতা এসেছিলেন। এখনও সেই ট্র্যাডিশন চলছে। অপেক্ষা করুন, এবারও প্রচুর প্রতিশ্রুতির ফুলঝুরি আসবে।
এটাই মোদি যুগের ট্র্যাডিশন।

আরও পড়ুন: স্টেট ব্যাঙ্ককে কড়া ভর্ৎসনা সুপ্রিম কোর্টের, নির্বাচনী বন্ডের বিস্তারিত তথ্য জানাতে হবে বৃহস্পতিবারের মধ্যেই

Jago Bangla

Recent Posts

আরও একধাপ এগোলেন! ভ্যান্স-রুবিওকে সঙ্গে নিয়ে গ্রিনল্যান্ড দখল ট্রাম্পের

গ্রিনল্যান্ড (Greenland_Donald Trump) দখলে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার একধাপ এগিয়ে মঙ্গলবার ট্রাম্প তাঁর…

54 minutes ago

নিজের কেবিনে একাধিক মহিলার সঙ্গে অশ্লীল আচরণ, সাসপেন্ড পুলিশকর্তা

এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…

4 hours ago

রাজ্যে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা

প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…

4 hours ago

সর্বকনিষ্ঠ সভাপতি, নেপথ্যে কোন অঙ্ক?

নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…

5 hours ago

সিআরপিএফ ক্যাম্পে অমানুষিক নির্যাতনের শিকার নাবালিকা, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করল ক্ষুব্ধ তৃণমূল

নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…

5 hours ago

‘তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি’

দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…

5 hours ago