সুপ্রিম কোর্টে চলছে আর জি কর ঘটনার শুনানি। এর মধ্যেই ভারতের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের সম্মানহানি করতে ভুয়ো খবর ছড়ানো হয়। ইতিমধ্যেই সেই ঘটনায় একজনের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে বলে জানায় কৃষ্ণনগর জেলা পুলিশ। ভুয়ো খবর ছড়ানো নিয়ে পুলিশের তরফে বিস্তারিত কিছু জানানো হয়নি। কৃষ্ণনগর পুলিশ জেলার তরফে ওই নিয়ে বলা হয়েছে, ‘ভারতের প্রধান বিচারপতির সম্মানহানি করতে এবং সুপ্রিম কোর্টের মর্যাদাহানি করতে সোশ্যাল মিডিয়ায় ভুয়ো খবর ছড়ানো হয়েছিল। জনগণের মধ্যে অবিশ্বাসের বাতাবরণ তৈরি করতে এবং শান্তি বিঘ্নিত করতে উঠেপড়ে লেগেছিল। এই অভিযোগেই কৃষ্ণগঞ্জ থানায় ফুলবাড়ির সুজিত হালদারের বিরুদ্ধে একটি মামলা (কৃষ্ণগঞ্জ থানা কেস নম্বর ৩৪৯/২৪) রুজু করা হয়েছে। তদন্ত চলছে।’
আরও পড়ুন-ডাক্তার নেতা বলছেন বড় আন্দোলনে রোগী মৃত্যু ছোটখাটো ব্যাপার
যদিও আগেই পশ্চিমবঙ্গ পুলিশের তরফে সতর্ক করা হয় সোশ্যাল মিডিয়ায় সুপ্রিম কোর্ট এবং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নামে চূড়ান্ত অবমাননাকর এবং ভিত্তিহীন খবর ছড়াচ্ছেন কিছু লোক। বিচারবিভাগকে কালিমালিপ্ত করার চেষ্টা করছেন। এমতাবস্থায় তাঁদের বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ করা হবে। প্রসঙ্গত, সোশ্যাল মিডিয়ায় ভারতের প্রধান বিচারপতি চন্দ্রচূড় এবং তাঁর স্ত্রী’কে নিয়ে একটি পোস্ট ভাইরাল হয়। বলা হয় শ্যামাপ্রসাদ দাসের সঙ্গে পারিবারিক যোগ আছে ভারতের প্রধান বিচারপতি চন্দ্রচূড়ের স্ত্রীর। ওই গুজবের বিরুদ্ধে পদক্ষেপের হুঁশিয়ারি দেয় পুলিশ।
আরও পড়ুন-হরিপালের প্রৌঢ়র মৃত্যু বিনা চিকিৎসায়
উল্লেখ্য, যেখানে আরজি কর মেডিক্যাল কলেজ এবং হাসপাতালের তরুণী চিকিৎসকের ধর্ষণ এবং খুনের ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা শুনছে ভারতের প্রধান বিচারপতি চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন শীর্ষ আদালতের তিন বিচারপতির বেঞ্চ সেখানে ভারতের প্রধান বিচারপতির নামে ভুয়ো খবর ছড়ানো নিয়ে রীতিমত ক্ষুব্ধ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।