অপারেশন সিন্দুরের পর একের পর এক গুজব রটানো হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। সোশ্যাল মিডিয়ায় একটি নোটিশ ছড়িয়ে পড়েছে। তাতে দেখা যাচ্ছে, ভারতের সব বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা বাতিল হয়েছে। এই নোটিশকে ভুয়ো দাবি করল বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (UGC)। জারি করা হল বিবৃতি।
আরও পড়ুন- শহরজুড়ে একের পর এক অগ্নিকাণ্ড! নির্দেশিকা জারি পুর ও নগরোন্নয়ন দফতরের
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন জানিয়েছে, “UGC-এর নাম করে একটি ভুয়ো নোটিশ প্রচার করা হচ্ছে। যুদ্ধকালীন পরিস্থিতির জন্য সমস্ত পরীক্ষা বাতিল হয়েছে। এর জন্য শিক্ষার্থীদের বাড়ি ফিরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।” এরপরই UGC নিশ্চিত করেছে, এই নোটিশ ভুয়ো। UGC থেকে এমন কোনও নোটিশ দেয়নি। কমিশন জানিয়েছে, পড়ুয়ারাদের লেখাপড়া সংক্রান্ত আনুষ্ঠানিক ঘোষণা শুধুমাত্র UGC ওয়েবসাইট এবং সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে দেখতে পারেন।
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বলেছে, “ভুল তথ্য ছড়ানো শাস্তিযোগ্য অপরাধ। ভুয়ো তথ্যের ফাঁদে পা দেবেন না। সতর্ক থাকুন। শুধুমাত্র UGC-র অফিসিয়াল ওয়েবসাইট চেক করবেন।”